E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে সাবেক সমাজসেবা কর্মকর্তা ও এতিমখানার সুপারের বিরুদ্ধে দুদকের মামলা

২০২৫ অক্টোবর ১৭ ১৭:১১:৫১
মাদারীপুরে সাবেক সমাজসেবা কর্মকর্তা ও এতিমখানার সুপারের বিরুদ্ধে দুদকের মামলা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে এতিমদের জন্য বরাদ্দের কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক সমাজসেবা কর্মকর্তা ও  এতিমখানার সুপারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে দুদকের মাদারীপুর জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌর এলাকার হযরত শাহমাদার দরগাহ শরীফ এতিমখানার এতিমদের কল্যাণ ও প্রতিষ্ঠানের উন্নয়নের গত ৪ বছরে বিভিন্ন খাদে এক কোটি এক লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। এই বরাদ্দ অর্থ যথাযথভাবে ব্যবহার না করে তৎকালীন শহর সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে ও হযরত শাহমাদার দরগাহ শরীফ এতিমখানার সুপার মোহাম্মদ আল আমিন আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠে। প্রধান কার্যালয়ে এমন অভিযোগের পর সেখানে কয়েক দফা তদন্ত করে দুদক। পরে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় সাবেক শহর সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে ও হযরত শাহমাদার দরগাহ শরীফ এতিমখানার সুপার মোহাম্মদ আল আমিন-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

দুদকের মাদারীপুর কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান বলেন, এতিমদের অর্থ আত্মসাতের ঘটনায় মামলা করেছে দুদক। আসামিদের গ্রেফতার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। যাতে ভবিষ্যতে এমন কর্মকান্ড কেউ করতে সাহস না পায়।

(এএসএ/এএস/অক্টোবর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test