E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাঞ্চল্যকর সিফাত হত্যা মামলা ভিন্ন মোড় দিতে আসামিদের নতুন নাটক

২০২৫ অক্টোবর ১৯ ১৯:৩৯:৪৬
চাঞ্চল্যকর সিফাত হত্যা মামলা ভিন্ন মোড় দিতে আসামিদের নতুন নাটক

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় চাঞ্চল্যকর সরকারী কলেজের শিক্ষার্থী সাজিদুর রহমান সিফাত হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকি দাতার হলেন, সিফাত হত্যা মামলার আসামী মোহন, কালু, রবুল, সাবু ও আক্তার। তারা সবাই পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের বাসিন্দা। 

গত বুধবার (১৫ অক্টোবর) দুপুরে হুমকি দাতারা রাজবাড়ী আদালত থেকে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে কালুখালী উপজেলার বেলগাছি বেড়িবাঁধ এলাকায় সড়ক ঘটনায় আহত হয়। এর পর থেকে আসামিরা অভিযোগ তোলে মামলার বাদী ও সাক্ষী তাদের গতি রোধ করে মারপিট করেছে।

তবে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে রবিবার দুপুর ৩ টা নাগাদ বেলগাছি বেড়িবাঁধ এলাকায় ভ্যানের পেছনে ইঞ্জিন চালিত নসিমন ধাক্কা দেয়। এসময় ভ্যানের সকল যাত্রী আহত হয়। পরে তারা নিজেরাই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত হতে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে যানা যায় গত রবিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মোহন, কালু, রবুল, সাবু ও আক্তার নামে পাঁচ জন প্রাথমিক চিকিৎসা নেয়।

এই মামলার সাক্ষী মো: জাকির হোসেন বলেন, আসামিরা আমাকে এই মামলার সাক্ষী না দিতে হুমকি দিচ্ছে। তারা আমার বিরুদ্ধে মামলা করার হুমকি ও দিচ্ছে।তাদের কথা না শুনলে আমাকেও সিফাতের মতো অবস্থা করবে বলে বিভিন্ন মাধ্যমে আমাকে কাছে বার্তা পাঠাচ্ছে। আমি এখন নিরাপত্তা হীনতায় ভুগছি।

মামলার বাদী মোছা: শাবানা খাতুন (নিহতের মা) বলেন, আমার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে আসামীরা।এখন আবার মামলা উঠাতে হুমকি দিচ্ছে। গত কয়েকদিন আগে আসামিরা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখন আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, মামলার মোড় ঘুড়াতে।

উল্লেখ্য, ২০২১ সালের ১২ই জানুয়ারী স্থানীয় সন্ত্রাসীরা এইচএসসি পরীক্ষার্থী সিফাতকে হাতুড়ী পেটা করে গুরুতর জখম করে। পরের দিন ১৩ই জানুয়ারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ১৫ই জানুয়ারী পাংশা থানায় ২৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

(একে/এসপি/অক্টোবর ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test