E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সভাপতি দেলোয়ার, সম্পাদক মজিবর 

শ্রীনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত

২০২৫ অক্টোবর ১৯ ১৯:৫২:৪২
শ্রীনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত

শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগরে প্রায় দুই দশক পর শান্তিপূর্ণ পরিবেশে  শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজে ভোট গ্রহন শুরু হয়। এতে সভাপতি পদে আলহাজ মো. দেলোয়ার হোসেন চেয়ার প্রতীকে ৫৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. মাসুদ রানা ছাতা প্রতীকে পান ২০৪ ভোট ও মো. মহিউদ্দিন তালুকদার খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ১৭৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. মজিবর রহমান আনারস প্রতীকে ৪৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোরগ প্রতীকে পান ৪২১ ভোট। যুগ্ন-সাধারণ সম্পাদকের ২টি পদে ভোটে মো. জসিম রহমান প্রজাপতি প্রতীকে পান ৭৫৯ ভোট ও জহিরুল ইসলাম হরিণ প্রতীকে পান ৫০৫ ভোট। এ পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. জুয়েল গাভী প্রতীকে পান ২১০ ভোট ও মো. শাহিন জাহাজ প্রতীকে পান ২২৯ ভোট। এছাড়া অর্থ বিষয়ক সম্পাদক পদে মো. জানে আলম টিপু গোলাপ ফুল প্রতীকে ৭২৬ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনির হোসেন তালা-চাবি প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৮ ভোট। ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মো. তানভীর আহমেদ। তার প্রাপ্ত ভোট ৫৩৮। প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো.শাকিল ক্রিকেট ব্যাট প্রতীকে পান ৩৬৯ ভোট। আইন শৃঙ্খলা বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হন মো. আল আমিন মাঝি।

সূর্যমুখী ফুল প্রতীকে তার প্রাপ্ত ভোট ৪৩০। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী তলোয়ার প্রতীক নিয়ে রোকন হাসান পান ২৫২ ভোট ও তালগাছ প্রতীক নিয়ে শেখ ফরহাদ পেয়েছেন ২১৭ ভোট। শনিবার সন্ধ্যায় ভোট গননা শেষে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম।

কড়া নিরাপত্তায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীঅফিসার মো. মহিনউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগরসার্কেল) আনিসুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর পাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান, ওসি তদন্ত আমিনুল ইসলাম, শ্রীনগর ফায়ার সাভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেনসহ স্থানীয়সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৫টি পদের বিপরীতে মনোনয়ন পত্র বিক্রি হয় মোট ৩৮টি। সহ-সভাপতির ২টি পদে সামসুল ইসলাম ও কমল শেখ। দপ্তর সম্পাদক পদে মো. মোজাম্মেল হোসেন। প্রচার সম্পাদক পদে কামরুল হাসান। সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আব্দুলন জব্বার। ধর্ম বিষয়ক সম্পাদকএই পদে মুসলিম ও হিন্দু ২টি পদের বিপরীতে আমীর হোসেন বাবুল ও রাজিব দাস। সাধারণ সদস্য ৫টি পদে মো. আজিম মিয়া, মো. তপন মৃধা, সুমনমখান,তরিকুল ইসলাম হিরু ও মো.জাকির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন। এসব পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ব্যালট ভোট হয়নি।

(এআই/এসপি/অক্টোবর ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test