E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শিক্ষকদের দাবি আদায়ে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল

২০২৫ অক্টোবর ২০ ১৯:২১:৪৪
শিক্ষকদের দাবি আদায়ে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বাড়ি ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা, পূর্ণ বোনাসসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন এমপিওভুক্ত ও ননএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

আজ সোমবার সকালের দিকে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিফ), সাতক্ষীরা জেলা শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মিছিল।

বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তারা সরকারের ঘোষিত ৫ শতাংশ বাড়িভাড়া প্রজ্ঞাপন ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বলেন, “৫ শতাংশ বাড়িভাড়া কোনো প্রজ্ঞাপন নয়-এটা লাখো শিক্ষকের আত্মসম্মানে আঘাত।” তারা বলেন, শিক্ষককে ছোট করে কোনো জাতি বড় হতে পারে না। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৪৫ শতাংশ বাড়ি ভাতা, ১০০ শতাংশ উৎসবভাতা (বোনাস), মাসিক ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী মাদ্রাসা ও ননএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তকরণ এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, “আমরা আমরণ অনশনের জন্য প্রস্তুত। ন্যায্য দাবি আদায় করেই আমরা শ্রেণিকক্ষে ফিরব।” তারা শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধের দাবি জানান এবং হুঁশিয়ারি দেন-দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বাআশিফের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল জলিল। বক্তব্য দেন সহসভাপতি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, অধ্যক্ষ আহমদ আলী, অধ্যাপক আব্দুল ওয়ারেশ, জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মোহতাসিম বিল্লাহ, সেক্রেটারি ওহিদুজ্জামান প্রমুখ।

বিক্ষোভ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।

(আরকে/এসপি/অক্টোবর ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test