E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনে কাঁকড়া আহরণে গিয়ে জেলের মৃত্যু

২০২৫ অক্টোবর ২০ ১৯:২৬:৪৯
সুন্দরবনে কাঁকড়া আহরণে গিয়ে জেলের মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পশ্চিম সুন্দরবনে কাঁকড়া আহরণে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে খলিল মোল্লা (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাতের দিকে সুন্দরবনের ফ্রিঙ্গী নদীর কুকুমারী খালে তার মৃত্যু হয়। তবে বিষয়টি সোমবার সকালে জানাজানি হয়।

মৃত জেলে খলিল মোল্লা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে। তিনি দীর্ঘ ৪০ বছর ধরে সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছেন।

মৃতের স্বজনরা জানান , গত শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে বনবিভাগের কদমতলা স্টেশন থেকে পাস নিয়ে খলিল মোল্লা, আল আমিন মোড়ল ও নূর হোসেন নৌকা নিয়ে কাঁকড়া ধরার জন্য ফ্রিঙ্গী নদীর কুকুমারী খালে প্রবেশ করেন। রবিবার রাতের দিকে হঠাৎ অসুস্থ হয়ে খলিল মোল্লা মৃত্যুবরণ করেন। পরে অন্য জেলেদের সহযোগিতায় তার লাশ সোমবার ভোর ৪টার দিকে হরিনগর এলাকায় নেওয়া হয়। সেখান থেকে তার পরিবার লাশ নিয়ে বাড়িতে পৌঁছায়। সোমবার আসরের নামাজের পর তার শেষকৃত্য সম্পন্ন হয়।

তার সঙ্গী আলামিন মোড়ল জানান, জাল বেয়ে মাছ ধরে রান্না করে খেয়ে আমরা শুয়ে পড়ি। আর খলিল চাচা বসে টচলাইটে ব্যাটারি লাগাচ্ছিলো। হটাৎ আমার পিঠে থাকা মোতন মারে তখন আমি উঠে দেখি চাচা ছটফট করছে। সাথে সাথে আমি নূর হোসেন চাচাকে ডেকে চাচাকে ধরে বসাই তারপরেই চাচা মারা যায়।

বন বিভাগের কদমতলা স্টেশনের স্টেশন কর্মকর্তা সোলাইমান হোসেন জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

(আরকে/এসপি/অক্টোবর ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test