E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্যামনগরে দীলিপ গাইনের বাড়িতে আগুন ও লুটপাট, ৪ আসামি জেলহাজতে

২০২৫ অক্টোবর ২১ ১৮:৪৩:১৮
শ্যামনগরে দীলিপ গাইনের বাড়িতে আগুন ও লুটপাট, ৪ আসামি জেলহাজতে

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামে বন্দোবস্তকৃত দলিলের জমি দখল করতে যেয়ে বাড়িঘরে আগুন ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার চার আসামির জামিন আবেদন না’মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার তারা সাতক্ষীরার আমলী আদালত-৫ এ হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক রাফিয়া সুলতানা উভয়পক্ষের শুনানী শেষে এ আদেশ দেন।

জামিন না’মঞ্জুর হওয়া আসামিরা হলেন- মীরগাং গ্রামের দেবেন ভাংগীর ছেলে জঙ্গল ভাংগী, দূঃখে ভাংগীর ছেলে সাগর ভাংগী, পরেশ মণ্ডলের ছেলে নিত্যানন্দ মণ্ডল ও তার ছেলে গোপাল মণ্ডল।

মামলার বিবরণে জানা যায়, মামা কালিপদ মণ্ডলের খাস হয়ে যাওয়া ১৪ বিঘা জমির মধ্যে এক একর ৭৮ শতক জমিতে দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে ঘরবাড়ি বেঁধে ভোগদখলে ছিলেন মীরগাং গ্রামের দীলিপ গাইন ও তার ভাইয়েরা। সম্প্রতি তারা আটজন ওই জমি ডিসিআর নিয়েছেন। ওই জমির মধ্যে কিছু অংশ ১৯৯৩ ও ১৯৯৪ সালে পঁচি ভাংগী, মিজানুর রহমান ও তার স্ত্রী ফাতেমা খাতুন বন্দোবস্ত নিয়েছেন দাবি করে দখল করার চেষ্টা করে আসছিল। লক্ষীরানী মণ্ডলের বাবা বিহারী মণ্ডলের সমাধি ভেঙে গুড়িয়ে দিয়ে জমির সীমানা বেড়া ভেঙে ২০১১ সালে ১৯ শতাংশ জমি জবরদখল করেন ফাতেমা ও মিজানুর রহমান। ভাঙচুরেও জবরদখলে বাধা দেওয়ায় দীলিপ গাইনসহ পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এ সময় পঁচি ভাংগীর ছেলে জঙ্গল ভাংগি তপন গাইনের ২০ শতক রেকডীয় জমি নিয়ে মীমাংসা করে নেয়। এরপরও সম্প্রতি জঙ্গল ভাংগী ও তার ভাইপো সাগর ভাংগী স্থানীয় আব্দুর জব্বার ও মাহামুদুলের সহায়তায় তাদের জমি জবরদখলের চেষ্টা করে আসছিল।

শুক্রবার বিকেলে এ নিয়ে শালিসি বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত না মেনে বন্দোবস্ত দলিলের জমি উদ্ধারের নামে শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে তাদের দীলিপের স্ত্রীসহ আটজনের নামে ডিসিআরকৃত ৫০ শতক জমি ও পুকুর নেট দিয়ে ঘিরে ফেলা হয়। লুটপাট করা হয় পুকুরের মাছ। স্থানীয়রা ৯৯৯ এ খবর দিলে পুলিশ আসছে এমন খবর পেয়ে আত্মগোপনে যায়। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জঙ্গল ভাংগী ও তার লোকজন প্রতিপক্ষ দীলিপ গাইনের বসতবাড়ি, রান্না ঘর ও কাঠের ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ৫০ হাজার টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। লুটপাট করা হয় ৩০ হাজার টাকারও বেশি মালামাল। এ ঘটনায় দীলিপ গাইন বাদি হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের নামে ১৮ অক্টোবর রাতে থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে শ্যামনগর উপজেলা প্রশাসন ও পুলিশের শুভাকাঙ্খি হিসেবে পরিচিত জিএম সামিউল আযম মনির নামের এক সাংবাদিক ও বিএনপি নেতা প্রশাসনকে বিভ্রান্ত করতে দীলিপ গাইন ও তার স্বজনরা প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের ঘরে নিজেরা আগুন দিয়েছে ও আগুন দেওয়ার আগে দীলিপ গাইনেরা আগুন লাগানোর আগে তাদের ঘরের চালসহ বিভিন্ন জিনিসপত্র আগে থেকে সরিয়ে ফেলে বলে তার প্রতিবেদনে উল্লেখ করেন। এতে ক্ষুব্ধ হন দীলিপ গাইন ও তার জামাতা মনদ্বীপ মণ্ডল।

এদিকে আদালত চত্বরে জঙ্গল ভাংগী এ প্রতিবেদককে জানান, শালিসি বৈঠকে সিদ্ধান্ত তারা মেনে না নিয়ে আব্দুর জব্বার ও মাহামুদুল ইসলামের সঙ্গে পরামর্শ করে প্রায় শতাধিক লেঅকজন নিয়ে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তারা দীলিপ গাইনের পুকুরসহ ৪০ শতক জমি নেট দিয়ে ঘিরে নেন। রাত ৯টার দিকে তিনি শ্যামনগরের এক ঘের মালিকের বাসা পাহার দিতে যান। তার স্ত্রী তাকে মোবাইল ফোনে দীলিপ গাইনের বাড়িতে আগুন লাগার বিষয়টি জানান। তিনি আশঙ্কা করছেন যে তার প্রতিপক্ষরা নিজেরাই আগুন দিতে পারে। তবে বিষয়টি নিয়ে কোন সাংবাদিক তার সঙ্গে কথা বলেনি। জামিন পেয়ে তিনি জব্বার ও মাহামুদুলের সাথে পরামর্শ করে দীলিপ গাইনের নামে নারী নির্যাতন মামলা করবেন। তাবে এ নাটক কিভাবে সাজাবেন তার কোন সঠিক বর্ণনা দিতে চাননি তিনি।

সাতক্ষীরা আদালতের পুলিশের উপপরিদর্শক মাজেদুর রহমান জানান, মঙ্গলবার জঙ্গল ভাংগীসহ চারজন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক শুনানী শেষে তা না’মঞ্জুর করেন। আসামীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. এমএম ইয়ারুল হক। আজ মঙ্গলবার বিকেলে আসামীদের আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/অক্টোবর ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২১ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test