E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশ গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউটের দিনব্যাপী কর্মশালা

২০২৫ অক্টোবর ২১ ১৮:৫১:৫০
বাংলাদেশ গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউটের দিনব্যাপী কর্মশালা

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে বিডাব্লিউএমআরআই উদ্ভাবিত প্রযুক্তিসমূহ পরিচিতি ও সম্প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউট অডিটোরিয়ামে দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

বাংলাদেশ গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.সালাহ্‌উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর কমিশনের সদস্য কৃষিবিদ এ এস এম গোলাম হাফিজ, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিন, অতিরিক্ত সচিব (অব.), মো. আজিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (অব.) মো. বেলাল উদ্দীন ও অতিরিক্ত পরিচালক মো.রিয়াজ উদ্দীন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর) ড. মো. মাহফুজ বাজ্জাজ।

ঊর্ব্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নওরিন ইসলাম তমার প্রাণবন্ত উপাস্থাপনায় উদ্বোধনি অনুষ্ঠানে
বাংলাদেশ গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল হাকিম, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা সিদ্দিক নবী মন্ডল, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট-আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মো. আবু, বকর সিদ্দিক, নশিপুর পাট বীজ অধিদপ্তরের যুগ্ম পরিচালক সুলতানুল আলম, দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহ্‌ আলম শাহী, কৃষক দবিরুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

বিডাব্লিউএমআরআই উদ্ভাবিত প্রযুক্তিসমূহ পরিচিতি ও সম্প্রসারণ শীর্ষকদিনব্যাপী এই কর্মশালায় দেশে বিভিন্ন স্থান থেকে কৃষি উন্নয়ন অধিদপ্তর, বিএডিসি, কৃষি গবেষণা ইনস্টিটিউট,পাট গবেষণা ইনস্টিটিউট, তুলা উন্নয়ন বোর্ড, ধান গবেষণা কেন্দ্র কর্মকর্তা, কৃষি বিপণন ও সিমিট প্রতিনিধি, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এনজিও কর্মী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক অংশ নেয়।
কর্মশালার আগে অতিথিবৃন্দ বিডাব্লিউএমআরআই গবেষণাগার, উদ্ভাবিত গম ও ভুট্রার জাত এবং যান্ত্রিক কৃষি উপকরণ কারখানা পরিদর্শন করেন।

(এসএস/এসপি/অক্টোবর ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২২ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test