E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে জাল দলিল ও নকল সিলসহ আটক ১

২০২৫ অক্টোবর ২২ ১৮:৪২:০৪
গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে জাল দলিল ও নকল সিলসহ আটক ১

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে জাল দলিল ও একাধিক নকল সিলসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী।

আজ বুধবার বিকালে নগরীর জয়দেবপুর রাজদিঘির পশ্চিমপার চেয়ারম্যান পারা এলাকায় যৌথবাহিনীর এ অভিযানে সোহেল রানা নামের একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত জাল দলিল ও নকল সিল ব্যবহারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কাগক তৈরি করে আসছিলো একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে আজকে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এতে বেশ কিছু জাল কাগজপত্র ও সরকারি উর্ধ্বতন কর্মকর্তার নকল সিল পাওয়া যায়।

পুলিশ আরো জানান, একজন দলিল লেখক ও ডিসি অফিসের এক কর্মচারী এর সাথে জরিত রয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন আটককৃত ঐ ব্যাক্তি।

এ চক্রের সাথে যারা জরিত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানায় পুলিশ।

অভিযানে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর গাজীপুর ক্যাম্পের মেজর ওয়ালিউল্লাহ, গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেলসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

(এস/এসপি/অক্টোবর ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test