E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে কলেজ অধ্যাপকের অবসর জনিত বিদায় সংবর্ধনা 

২০২৫ অক্টোবর ২৩ ১৮:২৪:০৪
সুবর্ণচরে কলেজ অধ্যাপকের অবসর জনিত বিদায় সংবর্ধনা 

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী চরজব্বর ডিগ্রী কলেজের ব্যাবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের  সহকারী অধ্যাপক মোঃ নুরুল হক স্যারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিদায় সংবর্ধনার আয়োজন করে চরজব্বর ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ। 

চরজব্বর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু'র সভাপতিত্বে এবং কলেজ শিক্ষিকা স্বপ্না রানী শীল সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ঠ সমাজ সেবক শিক্ষানুরাগী মহি উদ্দিন মানিক, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও নোয়াখালী মেডিকেল কলেজ আবাসিক চিকিৎসক ডাক্তার মোঃ আব্দুর রহিম, নিজাম উদ্দিন ফারুক, সাহাব উদ্দিন স্বপন, সুবর্ণ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহি উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক রাজনিতীবিদ সালেহ উদ্দিন, হেলাল উদ্দিন, দক্ষিন চরজব্বর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন সহ শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা স্মৃতিচারণ করে বক্তব্য প্রধান করেন, প্রভাষক অলি উল্যাহ, বেলাল হোসাইন, সহকারী অধ্যাপক সাফিয়া সুলতানা।

অনুষ্ঠান শুরুর পূর্বে বিদায়ী শিক্ষক নুরুল হক স্যারকে সাজানো গাড়ীতে কলেজ প্রাঙ্গনে আনেন এবং ফুল দিয়ে রাজকীয় বরণ করে অনুষ্ঠান স্খলে নিয়ে আসেন।

বক্তারা, বিদায়ী শিক্ষক নুরুল হকের দীর্ঘ প্রায় ৩২ বছর কর্মজীবনের ত্যাগসহ প্রতিষ্ঠানের প্রতি অবদান তুলে ধরে বিস্তর আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার মানউন্নয়ন নিয়ে নানা পরামর্শ মূলক বক্তব্য রাখেন, এবং চরজব্বর ডিগ্রি কলেজে অবকাঠামো উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করছেন, অলি উদ্দিন অডিটোরিয়াম নির্মাণ, বিশাল ফীল বাগান নির্মাণ, কলেজ গেট নির্মাণ, অফিস কক্ষ, ক্লাস রুমের উন্নয়নসহ শিক্ষার বিষয়ে সর্বচ্চ গুরুত্ব দেয়ায় অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলুর ভূইয়সি প্রশংসা করেন অতিথিরা। পরে অতিথিরা সহকারী অধ্যাপক নুরুল ইসলামকে নানা উপহার সামগ্রী তু্লে দেন। এবং তার বাকি জীবন সুন্দর ভাবে পারিচালনা করার জন্য দোয়া করেন।

(এস/এসপি/অক্টোবর ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test