E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদকের স্বর্গ রাজ্যে নেই মাদক বিরোধী অভিযান

২০২৫ অক্টোবর ২৩ ১৯:০০:৪৭
মাদকের স্বর্গ রাজ্যে নেই মাদক বিরোধী অভিযান

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক কারবারীর বাড়ি বরিশালের গৌরনদীতে। এ জন্য গৌরনদীকে বলা হয় মাদকের স্বর্গ রাজ্যে। মাদকের স্বর্গ রাজ্য উপাধী পেলেও দীর্ঘ এক বছরেও অধিক সময় ধরে এ উপজেলায় বড় ধরনের কোন মাদক বিরোধী অভিযান পরিচারিত হয়নি। যে কারণে বীরদর্পে মাদক বিক্রি করে যাচ্ছে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। বর্তমানে মাদকের ভয়াল থাবা শহর ছাড়িয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছে গেছে। ফলে হাত বাড়ালেই মিলছে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের মত মাদক। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার খাঞ্জাপুর, বার্থী, চাঁদশী, মাহিলাড়া, বাটাজোর, নলচিড়া ও সরিকল ইউনিয়নের বিভিন্ন মাদক স্পটে বিক্রেতারা হরদম মাদক বিক্রি করে যাচ্ছে। পৌর এলাকার টরকী বাসষ্ট্যান্ড, গৌরনদী বাসষ্ট্যান্ড, বন্দর, কসবা, কাসেমাবাদ, হরিসেনা, উত্তর বিজয়পুর, দক্ষিণ বিজয়পুর, টিকাসার, দিয়াশুর এলাকার স্পটগুলোতেও মাদক বিক্রি হচ্ছে। অপরদিকে গৌরনদীর সীমান্তবর্তী সরিকল ইউনিয়নের পার্শ্ববর্তী জাহাঙ্গীর নগর ইউনিয়ন থেকে চিহ্নিত মাদক কারবারিরা সরিকলে মাদক বিক্রি করে আসছে। এছাড়াও উপজেলার পূর্ব মাহিলাড়া, দক্ষিণ মাহিলাড়া ও বার্থী ইউনিয়নের গাইনের পাড় এলাকায় গাঁজা বিক্রির খবর জানা গেছে।

সূত্রে আরও জানা গেছে, মাদকের বড় ধরনের ডিলাররা ধরা ছোয়ার বাইরে থেকে খুচরা বিক্রেতাদের দিয়ে মাদক বিক্রি করে যাচ্ছে। আবার অনেক ডিলার এলাকায় না থেকেও তরুন-যুবকদের মাদক বিক্রির কাজে নিয়োজিত করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাদক বিক্রি করে অল্পতে ভাগ্য বদলের আশায় এসব তরুন-যুবকরা অন্ধকারের চোরাগলিতে পা বাড়িয়ে নিজেরা যেমন বিপদগামী হচ্ছে তেমনি পরিবারগুলোকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

মাদক ছেড়ে আলোর পথে আসা একাধিক ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দীর্ঘ বছর ধরে এলাকায় মাদকের বিস্তার ঘটিয়ে দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক কারবারীর খেতাব পেয়েছেন কটকস্থল গ্রামের মজিবর রহমান মাঝির ছেলে হীরা মাঝি। এরইমধ্যে গ্রেপ্তার হয়ে একাধিকবার জেলও খেটেছেন। তবে মাদক ব্যবসা থেকে ফিরে না এসে আরো বেপরোয়া হয়েছেন। গত ৫ আগষ্টের পর লোক চক্ষুর অন্তরালে চলে গেলেও পূর্বের চেয়ে তার মাদক ব্যবসা আরো জমজমাট হয়ে উঠছে।

সূত্রটি জানিয়েছে, হীরা মাঝির অধীনে শতাধিক সাব ডিলার এলাকায় ইয়াবা-ফেনসিডিলি সাপ্লাই দিচ্ছে। এসব সাব ডিলারের অধীনে আবার অসংখ্য খুচরা বিক্রেতা রয়েছে। যারা ঘুরে ঘুরে মাদক সেবীদের হাতে মাদক পৌঁছে দিচ্ছে। আর এসব মাদকের ভয়াল থাবায় ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ। তবে অপর একটি সূত্রের দাবী বর্তমানে গৌরনদীতে হীরা মাঝির চেয়েও বড় মাদক ব্যবসায়ী রয়েছে। তারা প্রশাসনের ধরা ছোয়ার বাইরে থেকে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছেন।

এ বিষয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারমিন সুলতানা রাখী বলেন, মাদক বিরোধী অভিযান একটি চলমান প্রক্রিয়া। হয়তো পারিপার্শিক কারনে মাদক বিরোধী অভিযান একটু ঢিলেঢালা হতে পারে। তবে অতি শীগ্রই অভিযান জোরদার করতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হবে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আছি।

(টিবি/এসপি/অক্টোবর ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test