E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পুলিশের সহায়তায় চুরি যাওয়া ভ্যান ফিরে পেল হাফিজ

২০২৫ অক্টোবর ২৪ ১৭:৫৩:৫৪
পুলিশের সহায়তায় চুরি যাওয়া ভ্যান ফিরে পেল হাফিজ

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সহযোগিতায় ভ্যান চালক হাফিজ শেখ ফিরে পেয়েছে তার জীবিকার একমাত্র অবলম্বন চুরি যাওয়া ভ্যান। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার আড়জুরী ইউনিয়নের ভান্ডারখোলা গ্রাম থেকে পুলিশের সহায়তায় ভ্যানটি উদ্ধার করে হাফিজ শেখের পরিবার।

চুরির ঘটনায় ওই গ্রামের আশব শেখের ছেলে আলিম শেখ জড়িত ছিলো। সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয় টুঙ্গপাড়া থানা পুলিশ।

জানা যায়, গত ২১ অক্টোবর দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে হাফিজ শেখের জীবিকার একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হয়ে যায়। ওই ঘটনার পর ভ্যানচালক হাফিজ শেখ হাসপাতাল ব্রীজে বসে কান্নাকাটি করে বিলাপ করতে থাকেন। এছাড়া কান্নাজড়িত কণ্ঠে নিজের অসহায়ত্বের কথা উপস্থিত সাংবাদিকদের জানান। ভ্যান চালক হাফিজের বিলাপের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তখন উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ হাফিজের ভ্যানটি উদ্ধার করতে তৎপর হয়ে ওঠে। টুঙ্গিপাড়া হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে একজন চোরকে সনাক্ত করে পুলিশ। পরে মোল্লাহাট থানা ও ভান্ডারখোলার ইউপি সদস্যর সঙ্গে যোগাযোগ করে টুঙ্গিপাড়া থানার পুলিশ। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় ভান্ডারখোলা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভ্যানটি ফেরত পায় হাফিজ শেখ।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চুরি হওয়া ভ্যানটি উদ্ধারের জন্য পুলিশ তৎপর হয়ে ওঠে। তখন হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে একজন চোরকে সনাক্ত করা হয়। পরে মোল্লাহাট থানা ও ভান্ডারখোলার ইউপি সদস্যর সাথে যোগাযোগ করে ভ্যানটির খোঁজ পাওয়া যায়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় চুরি হওয়া ভ্যানটি ফেরত পায় চালক হাফিজ শেখ। চোর চক্রের সদস্যদের আইনের আওতায় আনার জন্য পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।

চুরি হয়ে যাওয়া ভ্যানটি ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হাফিজ শেখ বলেন, ৬০ হাজার টাকা ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলাম। সারাদিন ভ্যান চালিয়ে যা আয় হতো তাই দিয়ে চলতো চার ছেলেমেয়ে সহ ছয় জনের সংসার। মাত্র ৪ টি কিস্তি দেয়ার পর জীবিকার একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হয়ে যায়। তখন মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। পরে ফেসবুকে এ ঘটনা ভাইরাল হওয়ার পর পুলিশের সহযোগিতায় ভ্যানটি ফিরে পেয়েছি। তাই গণমাধ্যমকর্মী ও পুলিশের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

(টিবি/এসপি/অক্টোবর ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test