E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় ৩২ প্রহর লীলারস ও মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

২০২৫ অক্টোবর ২৪ ১৮:১৪:৩৭
সোনাতলায় ৩২ প্রহর লীলারস ও মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় সনাতন ধর্মাবলম্বীদের লীলারস ও মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত। উপজেলার বালুয়া ইউপি'র নগরপাড়া সাহাপাড়া বারোয়ারি হরিমন্দির প্রাঙ্গণে গ্ৰামবাসীর আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন জেলার প্রখ্যাত কীর্তন শিল্পীরা নামসুধা ও লীলারস কীর্তন পরিবেশন করেন। 

স্থানীয়রা জানান, জেলা সহ বিভিন্ন এলাকা হতে শত শত সনাতন ধর্মানুরাগী নারী পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠান অঙ্গন মিলনমেলায় রূপ নেয়। এই যজ্ঞানুষ্ঠানে এসে ধর্মানুরাগী ভক্তবৃন্দরা কীর্তনীয়ার পরিবেশন কীর্তন শ্রবণ করে থাকেন। মাঝে মধ্যে কীর্তনের ভাবাবেগে অশ্রুসিক্ত নয়নে একে অপরকে জরিয়ে ধরে আলিঙ্গন করেন ভক্তরা।

সাতক্ষীরার প্রখ্যাত কীর্তন শিল্পী হরিদাস সরকার বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে কীর্তন পরিবেশন করলেও এখানে কীর্তন পরিবেশনে মন ভরে যায়।

বড়িয়াহাটের ব্যবসায়ী সুশান্ত কর্মকার বলেন, সনাতনীদের মুক্তির লক্ষ্যে হরেকৃষ্ণ মহামন্ত্র যজ্ঞানুষ্ঠান ও রাধা-গোবিন্দের লীলা কীর্তন সেইসাথে ভক্ত সংঘই মানব জীবনে মুক্তির পথ। কলিযুগের তারকব্রহ্ম নাম ছাড়া জীবআত্নার মুক্তি একেবারেই সম্ভব নহে।

নগরপাড়া সাহাপাড়া বারোয়ারি যজ্ঞানুষ্ঠানের আয়োজক কমিটির সাথে কথা বললে তারা জানান, এবার তাদের ৮০তম যজ্ঞানুষ্ঠান। গত ২১শে অক্টোবর মঙ্গলবার গীতা পাঠ গঙ্গা আবাহন মঙ্গল ঘটস্থাপন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠান ২৬শে অক্টোবর সোমবার মহন্ত বিদায়ে শেষ হবে। ৫দিন ব্যাপি এই অনুষ্ঠানে শত শত ভক্তরা অংশগ্রহণ করেন।

(বিএস/এসপি/অক্টোবর ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test