E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

২০২৫ অক্টোবর ২৪ ১৮:৩৫:০৯
বাগেরহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে উপজেলার বলভদ্রপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত মো. মতিয়ার রহমান (৪৫) বাগেরহাট সদরের চরগ্রামের রশিদ শেখের ছেলে। 

আহতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা বাজার এলাকার মো. বজলু হাওলাদারের ছেলে মো. রমন হাওলাদার (৩৮), ফকিরহাটের চাকুলি গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে মো. আসাদুল শেখ (৪০) ও সদর বাগেরহাট উপজেলার আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. জনি (৩৮)।

মোরেলগঞ্জ থানার সহকারি পরিদর্শক ভবতোশ চন্দ্র এ তথ্য নিশ্চিত করে আরো জানান, বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে একটি মিনি ট্রাক যোগে একদল চোর উপজেলার বলভদ্রপুর গ্রামে গরু চুার করতে আসলে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া করে। চোরেরা পালানোর সময় মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময়ে এলাকাবাসী ওই মিনি ট্রাকে ধাকা চারজনকে আটক করে গণপিটুনি দেয়। অন্যরা পালিয়ে যায়।

গণপিটুনিতে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়ার কিছুক্ষন মতিয়ার রহমান। আহত অপর তিনজনকে মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়। পরে তাদের অবস্থা আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুপুরে পুলিশ হেফাজতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি।

(এস/এসপি/অক্টোবর ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test