E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাজী জহুরুল হক কলেজ থেকে পাশ করেছে ৯৪.৯৪% 

২০২৫ অক্টোবর ২৫ ১৮:১৮:৩৫
কাজী জহুরুল হক কলেজ থেকে পাশ করেছে ৯৪.৯৪% 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : এইচএসসিতে গোপালগঞ্জ জেলার মধ্যে ভাল ফলাফল করেছে কাজী জহুরুল হক কলেজ। এ কলেজ থেকে এ বছরের এইচএসসি পরীক্ষায় ১৫৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে ১৫০ জন। জিপিএ-৫ পেয়েছে-১৩ জন শিক্ষার্থী। এ পেয়েছে ৬০ জন, এ মাইনাস পেয়েছে ৫৯ জন, বি পেয়েছে ১৭ জন ও সি পেয়েছে ১ জন। ফেল করেছে ৮ জন। পাশের হার ৯৪.৯৪%।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জেলার ৫ উপজেলার ৩৫ টি কলেজ থেকে ৯ হাজার ৯ শ’ ৪৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে ৪ হাজার ২শ’ ২০ জন জন। আর অকৃতকার্য হয়েছে ৫ হাজার ৭শ’ ২৬ জন। জেলায় পাশের হার ৪২.৪২ %।

কাজী জহুরুল হক কলেজের অফিস সূত্রে জানাগছে, এ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৮ জন শিক্ষার্থী এইএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে এ পেয়েছে ২ জন, এ মাইনাস পেয়েছে ৪ জন ও বি পেয়েছে ২ জন। বিজ্ঞান বিভাগে শতভাগ পাশ করেছে। মানবিক বিভাগ থেকে ১২৯ জন অংশ নেয়। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ জন, এ পেয়েছে ৪৮ জন, এ মাইনাস পেয়েছে ৫৪ জন, বি পেয়েছে ১৪ জন ও সি পেয়েছে ১ জন। ফেল করেছে ৪ জন। মানবিক বিভাগে পাশের হার ৯৬.৯০%। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২১ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন, এ পেয়েছে ১০ জন, এ মাইনাস পেয়েছে ১ জন, বি পেয়েছে ১ জন। ফেল করেছে ৪ জন। পাশের হার ৮০.৯৫%।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিউল্লাহ বলেন, আমাদের কলেজ প্রতিষ্ঠার পর থেকে বরবার শিক্ষার্থীরা শতভাগ পাশ করে আসছে। এ বছর গোপালগঞ্জ জেলার অধিকাংশ কলেজে এইচএসসিতে ফল বিপর্যয় ঘটেছে। ঢাকা বোর্ডে পাশের হার ৬৪.৬২%। সেখানে আমাদের কলেজ থেকে ৯৪.৯৪% পাশ করেছে। শিক্ষক মন্ডলীর অন্তরিকতা, ক্লাসের পড়া ক্লাসেই শেষ করা ও শিক্ষার্থী- অভিভাবকদের সহযোগিতায় এমন ফলাফল হয়েছে। আমরা শিক্ষার্থীদের বিশেষভাবে যত্ননিয়ে থাকি। তাদের শিক্ষার পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতি চর্চা, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশে আমরা সর্বাত্মক চেষ্টা করি। আগামীতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আশা করছি সামনের বছরগুলোতে আমাদের শিক্ষার্থীরা শতভাগ পাশ করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।

(টিবি/এসপি/অক্টোবর ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test