E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে ৩১ দফা জনপ্রিয় করতে বিএনপির লিফলেট বিতরণ

২০২৫ অক্টোবর ২৬ ১৮:৪৯:০৭
বাগেরহাটে ৩১ দফা জনপ্রিয় করতে বিএনপির লিফলেট বিতরণ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমনের রাষ্ট্র মেরামতের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনপ্রিয় করতে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে বাগেরহাট সরকারি পিসি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমনের রাষ্ট্র মেরামতের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণের সময় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ শমশের আরী মোহন, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, ছাত্রদল নেতা আলী সাদ্দাম দিপসহ সরকারি পিসি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির এই নেতা সরকারি পিসি করেলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

লিফলেট বিতরণ শেষে বিএনপি নেতা এমএ সালাম বলেন, জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। আমরা নির্বাচনের জন্য কাজ করছি। সেই সাথে আমরা দীর্ঘদিন ধরে ৩১ দফা জনপ্রিয় করতে কাজ করে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাষ্ট্র মেরামতের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানান এই নেতা।

(এস/এসপি/অক্টোবর ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test