E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৭ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র  

২০২৫ অক্টোবর ২৬ ১৮:৫৯:১৩
৭ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র  

পার্বতীপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটির কারণে ৭ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মগা ওয়াট ক্ষমতাসম্পন তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মগাওয়াটর প্রথম ইউনিট উৎপাদন ফিরল।

আজ রবিবার দুপুরের দিক প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদনর বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মােঃ আবু বক্কর সিদ্দিক। তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মগাওয়াটর প্রথম ইউনিটটির প্রথমে ৫০ মগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন উৎপাদন হবে, প্রথম ইউনিটি চালু রাখত দনিক ৮শ’ হতে ৯শ’ মট্রিক টন কয়লা দরকার হবে।

গত ১৯ অক্টাবর রবিবার রাত সাড় ৮টার দিক প্রথম ইউনিটর বয়লারর পাইপ ফাটার কারনে ১২৫ মগাওয়াটর প্রথম ইউনিটটি বন্ধ হয় যায়। এরআগ বহস্পতিবার (১৬ অক্টাবর) সকাল ৮টা ৩৫ মিনিট তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটটিও বন্ধ হয় যায়। এর ফল পুরাপুরি বন্ধ হয় যায় কয়লাভিত্তক ৫২৫ মগাওয়াটর বিদ্যুৎকদ্রর তিনটি ইউনিটর উৎপাদন কার্যক্রম। তাপবিদ্যৎ কেন্দ্রের পুরাপুরি ৭ দিন বন্ধ থাকার পর মেরামত শেষে আজ থেকে প্রথম ইউনিট উৎপাদন শুরু হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট হলও প্রথম ও দ্বিতীয় ইউনিট দুটি ১২৫ মগাওয়াটর এবং তৃতীয় ইউনিটটি ২৭৫ মগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন। তাপবিদ্যৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারনে ২০২০ সালর নভম্বর থেকে ৪ বছর ১১ মাস ধর বন্ধ।

এব্যাপার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক সাংবাদিককে বলেন, প্রথম ইউনিটর মেরামত শেষে, ইউনিটটি দুপুর ১২টায় বয়লার ফায়ারিং করা হয়। রবিবার দুপুর ২ টা থেকে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটির বিদ্যুৎ জাতীয় গ্রীড সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রের ততীয় ইউনিটটি মেরামত কাজ চলমান দুই একদিনর মধ্যে শীঘ্রই বিদ্যুৎ উৎপাদন ফিরব।

(আর/এসপি/অক্টোবর ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test