E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পায়ে হেঁটে ১৫০ কি.মি. পরিভ্রমণে গোবিপ্রবির দুই জনসহ চার ছাত্রী

২০২৫ অক্টোবর ২৭ ১৫:৪০:০৩
পায়ে হেঁটে ১৫০ কি.মি. পরিভ্রমণে গোবিপ্রবির দুই জনসহ চার ছাত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি : প্রথমবারের মতো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর দুই শিক্ষার্থীসহ   রোভার স্কাউট গ্রুপের চারজন গার্ল ইন রোভার ১৫০ কিঃমিঃ পথ পরিভ্রমণের উদ্দেশ্য যাত্রা শুরু করেছেন। 

সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬ টায় কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে থেকে যাত্রা শুরু করে। তারা পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত পায়ে হেঁটে যাবে। যাত্রা পথে তারা উজিরপুর, বরিশাল, বরগুনা, আমতলী হয়ে পটুয়াখালীর পায়রায় পৌছাবে।

গার্ল ইন রোভারদের মধ্যে গোবিপ্রবির ২০২১-২২ শিক্ষা বর্ষের মনোবিজ্ঞান বিভাগের ফারিহা এবং ২০২৩-২৪ শিক্ষা বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শামিমা আক্তার। অপর দুই শিক্ষার্থী হলো কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের নিলুফা সিকদার ও
দ্বাদশ শ্রেণির কলি আক্তার।

১৫০ কিলোমিটার পরিভ্রমণ করে একটি ব্যাজ অর্জিত হবে। প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে ছয়টি পারদর্শিতা ব্যাজে রয়েছে এটি তার মধ্যে একটি পরিভ্রমণকারী ব্যাজ।

পরিভ্রমণ সময় যাত্রাপথে তারা বিভিন্ন স্থানের ভৌগোলিক অবস্থান, কৃষি, সংস্কৃতি, আর্থ সামাজিক অবস্থা ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করবে। এছাড়াও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও কাজ করবে। যেমন মেয়েদের টিটি টিকা সম্পর্কে সচেতন এবং মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করবে।

গার্ল ইন রোভার ফারিহা বলেন, পরিভ্রমণ হচ্ছে এমন একটি পদযাত্রা যা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। মূলত সকল বাধা বিঘ্ন পার করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এছাড়া আমরা বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ভ্রান্ত ধারণা পরিবর্তন করে সুস্থ সুন্দর সমাজ বিনির্মানে অংশ নিতে পারবো।

(টিবি/এএস/অক্টোবর ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test