E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিকেলে বাধা প্রদান, সকালেই মন্দিরসহ প্রতিমা গায়েব

২০২৫ অক্টোবর ২৭ ১৭:২৫:০৭
বিকেলে বাধা প্রদান, সকালেই মন্দিরসহ প্রতিমা গায়েব

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে রাতের আধারে মন্দির ঘরসহ প্রতিমা গায়েব হয়ে গেছে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরী গ্রামে।

ওই গ্রামের সরস্বতী দাস আজ সোমবার সকালে বলেন, আমাদের নিজস্ব সম্পত্তিওত দীর্ঘদিন যাকত রাধা-গোবিন্দ ও কালী মন্দির স্থাপন করে পূজার্চণা করে আসছিলাম। দীর্ঘদিন যাবত ওই জমির ওপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যু মোস্তফা মুন্সী গংদের। জমি দখলের জন্য ইতোমধ্যে আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলা দিয়েও মোস্তফা গংরা জমি দখলে ব্যর্থ হয়।

তিনি আরো বলেন, রোববার বিকেলে মন্দিরে পূজার্চনা করতে গেলে মোস্তফার স্ত্রী ও তাদের ভাড়াটিয়া লোকজনে বাঁধা প্রদান করে। পরবর্তীতে পূজা করতে না পেরেই তিনি চলে আসেন। সোমবার (২৭ অক্টোবর) সকালে মন্দিরে পূজা করতে গিয়ে দেখেন মন্দির ঘরসহ প্রতিমা গায়েব হয়ে গেছে।

মন্দির কমিটির সভাপতি অনুপ দাস অভিযোগ করে বলেন, ধারণা করা হচ্ছে বিকেলে যারা মন্দিরে পূজার্চনা করতে বাধা প্রদান করে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে, তারাই রাতের আঁধারে জমি দখলের জন্য মন্দিরসহ প্রতিমা গায়েব করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে ঘটনার পরপরই মোস্তফা মুন্সী ঘা ঢাকা দিয়েছেন। যে কারনে তার কোন ধরনের বক্তব্য নেওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/এসপি/অক্টোবর ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test