E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের সভাপতিসহ ৫৯ নেতার পদত্যাগ

২০২৫ অক্টোবর ২৭ ১৭:৩২:০৭
গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের সভাপতিসহ ৫৯ নেতার পদত্যাগ

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের জেলা শাখার সভাপতিসহ নবগঠিত কমিটির ৫৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছে। পদত্যাগকারী নেতারা বিভাগীয় উপ- কমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারীতার অভিযোগ তুলেছে। 

গতকাল রবিবার গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আল আমিন সরদার সহ সদ্য গঠিত ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে ই-মেইলের মাধ্যমে চিঠি দিয়েছেন।

আজ সোমবার জেলার গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৯ নেতার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সদ্য পদত্যাগ করা সভাপতি মো. আল আমিন সরদার।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণঅধিকার পরিষদ (জিওপি) গোপালগঞ্জ জেলার নবঘোষিত কমিটি গঠনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নতুন কমিটির সভাপতি- আল-আমীন সরদার ও সাংগঠনিক সম্পাদক কে এম নাজমুল ইসলাম সহ ৫৯ জন সদস্য পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

পদত্যাগকারীদের অভিযোগ, নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা কোনোভাবে বিবেচনা করা হয়নি। অনেক পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীকে বঞ্চিত করে ব্যক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে, যা গণঅধিকার পরিষদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।

পদত্যাগকরীরা জানান, আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি, কিন্তু যে কমিটিতে আস্থা ও ন্যায়বিচার নেই— সেখানে থেকে কোনো দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা সম্মিলিতভাবে আমাদের পদ থেকে পদত্যাগ করছি। তবে আমরা গণঅধিকার পরিষদের মূল আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী।

এ বিষয়ে সদ্য পদত্যাগকারী সভাপতি মো. আল আমিন সরদার বলেন, সদ্য ৭৯ সদস্য বিশিষ্ট আমাদের জেলা কমিটি গত ২৪ অক্টোবর ঘোষণা দেওয়া হয়েছে। যেখানে সাবেক যুবলীগ নেতা মহসিন শেখকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে এছাড়া এনসিপি’র কর্মকন্ডে যুক্তদের গুরুত্বপূর্ন পদ দেওয়া হয়েছে। এতে কমিটিতে থাকা নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। যার ফলে নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এতে মনঃক্ষুণ্ন হয়ে আমিসহ ৫৯ সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছি। মুলত এখানে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি করেছে বিভাগীয় উপ – কমিটি। গতকাল আমরা কেন্দ্রীয় কমিটির ইমেইলে পৃথকভাবে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।

উল্লেখ্য, গত শুক্রবার ( ২৪ অক্টোবর) গণঅধিকার পরিষেদের ৭৯ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ গোপালগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

(টিবি/এসপি/অক্টোবর ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test