E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

২০২৫ অক্টোবর ২৮ ১৮:৩৯:৩৫
মহম্মদপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাতে মহম্মদপুর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ধুপুড়িয়া শিবমন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের সদস্য মো.রেজওয়ানুর রহমান রাসেল।

যুবদল নেতা মো.খায়রুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক ও বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. আকতারুজ্জামান বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টন, সাবেক ছাত্রদল নেতা ড.অজয় কুমার বিশ্বাস,রফিকুল ইসলাম, ফুয়াদ হোসেন, মো. বিল্লাল হোসেন, নবীদুল ইসলাম নাহিদ এবং হিন্দু সম্প্রদায়ের নেতা পরিতোষ কুমার মালো, জীবন কুমার মালো ও আশা মালো প্রমূখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ইমন, জেলা কৃষক দলের সহ-সভাপতি মশিউর রহমান (রিংকু), উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক রেজা লেলিন, মো.আশিকুর রহমান লিটন ও জেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো.ওবাইদুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী বলেন, “আমরা মহম্মদপুরের মানুষ-এই অঞ্চলকে সত্যিকার অর্থে ভালোবাসি। মহম্মদপুরে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও পৌরসভা করার উদ্যোগ রয়েছে, আমরা খুব শিগগিরই করতে চায়। এবারের ভোট ধানের শীষে হোক, উন্নয়নের পক্ষে হোক।”

তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের দল-যে দল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বারবার আন্দোলন করেছে ও সংগ্রাম করেছে। এখন সময় এসেছে আবারও ঐক্যবদ্ধ হওয়ার। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার,স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। পাশাপাশি তারা ত্যাগ, পরিশ্রম ও জনগণের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

(বিএস/এসপি/অক্টোবর ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test