E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন

২০২৫ অক্টোবর ২৯ ১৮:৪০:৪২
সুবর্ণচরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন

মোহাম্মদ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে জেলা যুবদলের নির্দেশ অমান্য করে উপজেলা যুবদলের নামে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কয়েকজন যুবদল নেতার আলাদা কর্মসূচি পালনের প্রতিবাদে সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার চরজুবিলী ইউনিয়নের এ্যাডভোকেট এবিএম জাকারিয়ার খামারবাড়ি হলরুমে এ প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করে সুবর্ণচর উপজেলা যুবদল।

সম্মেলনে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া,জেলা বিএনপির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্ল্যাহ বাবুল, বিএনপি নেতা আব্দুর রহমান খোকন প্রমূখ।

সম্মেলনে বক্তারা বলেন, জেলা যুবদলের নির্দেশনা উপেক্ষা করে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে যুবদলের নামে বিভ্রান্তিকর ও গ্রুপিংমূলক কার্যক্রম পরিচালনা করছে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারা সংগঠনের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল খায়ের আকাশ, এডভোকেট আবদুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহি উদ্দিন মহিম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জামাল উদ্দিন আহমেদ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

(এস/এসপি/অক্টোবর ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test