E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জুলাইয়ের সরকারি গেজেট থেকে নাম প্রত্যাহার করলেন জুলাই যোদ্ধা আবরার

২০২৫ অক্টোবর ৩০ ১৮:৩৫:০৪
জুলাইয়ের সরকারি গেজেট থেকে নাম প্রত্যাহার করলেন জুলাই যোদ্ধা আবরার

দিলীপ চন্দ, ফরিদপুর : জুলাইয়ের সরকারি গেজেটসহ মাসিক ভাতা ও সকল ধরনের সরকারি সুযোগ-সুবিধা থেকে নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে আবরার নাদিম ইতু লিখেন, “জুলাইয়ের যৌক্তিক আন্দোলনে আমি আহত হয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, বর্তমান অন্তবর্তীকালীন সরকার এবং স্থানীয় প্রশাসন জুলাইয়ের যে চেতনায় দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছিল, তা এক বছরেরও বেশি সময় ধরে বাস্তবায়ন করতে পারেনি। কার্যকর কোনো পদক্ষেপও নেওয়া হয়নি।”

তিনি আরও উল্লেখ করেন, “অন্তবর্তীকালীন সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও বিভিন্ন অসংগতিমূলক ও অনৈতিক কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে ফরিদপুরে প্রশাসন ও বিভিন্ন সেক্টরে আগের মতোই অনিয়ম-দুর্নীতি বহাল রয়েছে। একটি সিন্ডিকেট এখনো সক্রিয়, অনিয়মও থামেনি—যা সকলেই জানেন।”

এই প্রেক্ষাপটে তিনি নিজের নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার এবং মাসিক ভাতা (যদিও তিনি তা কখনও গ্রহণ করেননি) আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়ার ঘোষণা দেন।

তিনি আরও বলেন, “আমি যদি বিগত দিনে কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকি, তাহলে তদন্ত সাপেক্ষে আমার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”

উল্লেখ্য, আবরার নাদিম ইতুর সরকারি গেজেট নম্বর ২৪৮৯।

(ডিসি/এসপি/অক্টোবর ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test