E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় প্রার্থী হতে প্রচারণায় যারা

২০২৫ অক্টোবর ৩১ ১৭:২৬:৪০
ফরিদপুরে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় প্রার্থী হতে প্রচারণায় যারা

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে চারটি সংসদীয় আসনে লড়তে এখন পর্যন্ত গণঅধিকার পরিষদের ৬ জন তরুণ নেতাকে তাদের নিজ নিজ সংসদীয় এলাকায় গণসংযোগে করতে দেখা যাচ্ছে।

গণঅধিকার পরিষদের দলীয় প্রতীক ট্রাক মার্কার হয়ে ভোট প্রার্থনা করছেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা), ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা উপজেলা), ফরিদপুর-৩ (ফরিদপুর সদর উপজেলা) ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন উপজেলা) এর বিভিন্ন হাট-বাজার, গ্রাম- গঞ্জ ও রাস্তা ঘাটে স্থানীয় জনসাধারণের নিকট।

ফরিদপুর-৩ (সদর) আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনয়ন প্রত্যাশী ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদ (জিওপি) সাবেক সহ-সভাপতি, ফরিদপুর জেলা ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের সংগঠক। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ও জিওপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. মনির চৌধুরী। তিনি তৃণমূলের নেতাকর্মীদের সাথে সমন্বয় করে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। এছাড়াও এ তালিকায় আছেন সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়া শেখ, জিওপি ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ,মালদ্বীপ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শাখার সভাপতি মোহাম্মাদ আলমগীর শিকদারের নামও।

ফরিদপুর-৪ আসনে মাঠ পর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সাবেক ছাত্রনেতা ও ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদ(জিওপি) সদ্য সাবেক সহ-অর্থ সম্পাদক ও ফরিদপুর জেলা জিওপির প্রতিষ্ঠাতা কমিটির অন্যতম সদস্য শেখ জাহিদ হাসান। তিনি স্থানীয় নেতাকর্মীদের অনুপ্রেরণা ও ভালোবাসায় মাঠে থেকে কাজ করে চলেছেন। গণসংযোগকালে জিওপি'র এ নেতা জানান, 'দুঃখের বিষয় স্বাধীনতার পর থেকে ২০০৮ পর্যন্ত সদরপুর ও চর ভদ্রাসন উপজেলা নিয়ে সাবেক ফরিদপুর-৪ আসন ছিলো ভাঙ্গা (ফরিদপুর-৫) আলাদা সংসদীয় আসন ছিলো। আমরা ফরিদপুরে আমাদের সাবেক আসন চাই।'
এছাড়া, এ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় আছেন জিওপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. হায়দার হোসেন।

ফরিদপুর-১ আসনে জিওপি মনোনয়ন প্রত্যাশী গণঅধিকার পরিষদ (জিওপি) ফরিদপুর জেলার প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-কৃষি বিষয়ক সম্পাদক মো. তারেক আজিজ। বোয়ালমারী, মধুখালীতে দলীয় নেতাকর্মীদের নিয়ে ট্রাক মার্কার লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন তিনি। তিনি জানান, ২০১৮ সাল থেকে দেশ ও জনগনের জন্য আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছি আশা করি নির্বাচন করলে ভালো ফলাফল পাবো ইনশাআল্লাহ।' এছাড়া ফরিদপুর-১ এ আলোচনায় আছেন ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম।

ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সালথা উপজেলা জিওপির সাবেক আহ্বায়ক ও সভাপতি ফারুক ফকির। দলীয় প্রচার প্রচারণায় এগিয়ে আছেন তিনি, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছেন তিনি। ফরিদপুর-২ আসনে নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারুক ফকির।
এছাড়া, এ আসনে সর্বস্তরের নেতাকর্মীরা ও জনমতে আলোচনায় আছেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদ, ফরিদপুর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি, গণঅধিকার পরিষদ(জিওপি) কেন্দ্রীয় সহ-নিরাপদ সড়ক ও যোগাযোগ ব্যাবস্থাপনা বিষয়ক সম্পাদক মোল্লা মো. ফরহাদ মিয়া। তরুন প্রজন্মের রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদের এ সকল নেতাকর্মীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে ফরিদপুরের স্থানীয় ভোটারদের মন জয় করতে চেষ্টা করে চলেছেন। আশা প্রকাশ করছেন ফরিদপুরের সব শ্রেনী পেশার সাধারণ মানুষ তারুণ্যে ভরপুর এ নতুন দলদিকে ভালোবেসে ভোট দিবেন।

(আরআর/এসপি/অক্টোবর ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test