E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলা পৌরসভায় লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

২০২৫ অক্টোবর ৩১ ১৭:৩৮:১৯
সোনাতলা পৌরসভায় লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা পৌর এলাকার ৬টি নির্ধারিত বিক্রয় কেন্দ্রের জন্য রেজন ডিলার নিয়োগের লটারীর কাজ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে লটারী সম্পন্ন হয়। এরমধ্যে ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিলার নির্বাচিত হয়েছে। এ ৫ জনের বিপরীতে একাধিক প্রার্থী থাকলেও তাদের মধ্যে সমঝোতা হয়েছে। তবে লটারীর মধ্যে ডিলার নিয়োগ হয়েছে একজন। 

এ সময় উপস্থিত ছিলেন ওএমএস কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক, ওএমএস কমিটির সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওএমএস কমিটির সদস্য সচিব শাহ মোঃ শাহেদুর রহমান, সোনাতলা খাদ্য গুদামের ওসিএলএসডি জালাল উদ্দিন সরদার হরিখালী খাদ্য গুদামের ওসিএলএসডি আবু সাইদ খন্দকার, পরিদর্শক কাজী হাসিবুল হাসান, সহকারী পরিদর্শক সাজু মিয়া, পৌর বিএনপি সভাপতি আবু নাছের ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম সহ ও বিএনপি অঙ্গদলের নেতৃবৃন্দ ও স্থানীয় কিছু গণমাধ্যমকর্মি।

যারা ডিলার নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা হলেন বিক্রয় কেন্দ্রের স্থান ১. আগুনিয়াতাইড় ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ডিলার এর নাম মোছাঃ শামিমা আখতার ২.বোচার পুকুর মোড় আরিফুল ইসলাম, ৩. সরকারি নাজির আকতার কলেজ সংলগ্নে এস এম আব্দুল হাদি, ৪. চমরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডিলার শাহ আলম, ৫.মোঃ ওয়াহাব হক সরকার শাহবাজপুর চারমাথা মোড়, ৬. কামার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোঃ সেলিম রেজা বাবলা। সপ্তাহে ৫দিন চাল/আটা রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯ টায় থেকে বিকাল ৫ টায় পর্যন্ত কেন্দ্রে থেকে বিক্রয় করা হবে।

(বিএস/এসপি/অক্টোবর ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test