E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে আন্তঃজেলা সড়ক পরিবহন ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা স্থগিত

২০২৫ অক্টোবর ৩১ ১৮:০৮:৫০
ফরিদপুরে আন্তঃজেলা সড়ক পরিবহন ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা স্থগিত

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে আন্তজেলা সড়ক পরিবহন ইউনিয়নের (রেজি: ঢাকা–২১৮৭) ত্রিবার্ষিক সাধারণ সভা স্থগিত করেছে প্রশাসন। আজ শুক্রবার শহরের পুরাতন বাসস্ট্যান্ডের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সভাকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে তা স্থগিত করা হয়।

সভা স্থগিতের পর সাধারণ শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মুজাফফর আলী মুছা সাংবাদিকদের জানান, “যারা অতীতে আওয়ামী লীগের ছায়ায় থেকে নানা অপকর্ম করেছে, তারাই আবার এ ধরনের অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করছিল। তারা যে ব্যানার টাঙিয়েছে তাতে বিএনপি বা শ্রমিকদলের কোনো নেতার ছবি নেই — দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান কিংবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিও অনুপস্থিত।”

তিনি আরও বলেন, “বিএনপি ও শ্রমিকদলকে পাশ কাটিয়ে কেউ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। গত ১৭ বছর ধরে এসব ব্যক্তি সাধারণ শ্রমিকদের ক্ষতি করেছে, মিথ্যা মামলা দিয়েছে, অনেকে জেল খেটেছেন। এখন তারা আওয়ামী লীগের নেতাদের সহযোগিতায় আবারও বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে।”

এসময় উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি খায়রুল বাসার সবুজসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এদিকে সভা স্থগিত হলেও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।

উল্লেখ্য, আজকের সাধারণ সভা শেষে অসহায় শ্রমিক পরিবারের মাঝে ক্ষতিপূরণের টাকা ও খাদ্য বিতরণের কর্মসূচি পালনের কথা ছিল। তবে সভা স্থগিত হওয়ায় উক্ত কর্মসূচিও স্থগিত রয়েছে।

(ডিসি/এসপি/অক্টোবর ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test