E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে আলোচিত ও ভাইরাল সেই ছিনতাইকারী র‌্যাবের হাতে গ্রেফতার

২০২৫ নভেম্বর ০১ ১৭:৫০:০৫
ফরিদপুরে আলোচিত ও ভাইরাল সেই ছিনতাইকারী র‌্যাবের হাতে গ্রেফতার

দিলীপ চন্দ, ফরিদপুর : গত ২১ অক্টোবর ভোরে ফরিদপুর শহরতলীর উত্তর শোভারামপুর এলাকায় নিজ বাড়ির সামনে এক নারীকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাই করে নিয়ে যায় দুই মোটরসাইকেল আরোহী। পুরো ঘটনাটি ধরা পরে সিসি টিভি ক্যামেরায়। পরে ওই ফুটেজ বিভিন্ন টেলিভিশনের ডিজিটাল প্লাটফর্মে আপ হলে মুহুর্তেই ভাইরাল হয় ঘটনাটি।

ওই ঘটনার পরে থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামে র‌্যাব ১০ এর সদস্যরা। তারই ধারাবাহিকতায় আলোচিত ও ভাইরাল সেই ছিনতাই ঘটনায় জড়িত চিহ্নিত ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ শনিবার দুপুরে ফরিদপুর র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান র‌্যাব ১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

আটক ওই দুই ছিনতাইকারী হলো শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ এবং তার সহযোগী মো. রায়হান মোল্যা। এর মধ্যে ডন শরীফের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মাদকসহ ১০ টির অধিক মামলা রয়েছে। গতকাল রাতে ফরিদপুর শহর ও সালথা উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায় তাদের আটকের সময় তাদের কাছ থেকে প্রায় দেড় কেজি গাঁজা, ছিনতাই কাজে ব্যাবহৃত খেলনা পিস্তল, পালসার মটরসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়াও কিছুদিন আগে পাবনা থেকে চুরি করা একটি আর ওয়ান ফাইভ মটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের রবাত দিয়ে র‌্যাব জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশ এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার, চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে আসছিল। তারা সাধারণত ভোরবেলা বা রাতের শেষ প্রহরে পথচারীদের টার্গেট করে দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করতো, যাতে শনাক্ত করা না যায়। এছাড়াও তারা স্থানীয়ভাবে মাদক ক্রয়-বিক্রয়ের সাথেও সম্পৃক্ত ছিল বলে র‌্যাব জানতে পারে।

গ্রেফতারকৃত মূল আসামি মোঃ শরীফুল ইসলাম ৪ জন শরীফ (৩৮) এর বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরি ও মাদকের মামলাসহ মোট ১০ টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালে দেশ ব্যাপী আলোচিত ফরিদপুর মেডিকেলের স্টাফ নার্স অরুনিমা ভৌমিক হত্যা মামলার প্রধান আসামীও এই ডন শরীফ।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রেক্ষিতে আটককৃতদের ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

(ডিসি/এসপি/নভেম্বর ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test