E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে এনসিপি সভায় বিশৃঙ্খলা হাতাহাতি 

চেয়ার ছোড়াছুড়িতে আহত চেয়ারম্যান সাইফুজ্জামান, ভিডিও ভাইরাল

২০২৫ নভেম্বর ০১ ১৯:১২:৫৮
চেয়ার ছোড়াছুড়িতে আহত চেয়ারম্যান সাইফুজ্জামান, ভিডিও ভাইরাল

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় চরম বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি, ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনায় কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এনসিপি নেতা এস এম সাইফুজ্জামান মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে নড়াইলের ধোপাখোলা এলাকার পালকী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, যুবশক্তি কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি ও বিভিন্ন উপজেলা থেকে আগত জুলাই যোদ্ধারা।

সভা সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটির শেষ পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন কয়েকজন তরুণ জুলাই যোদ্ধা এস এম সাইফুজ্জামানকে মঞ্চের সামনে বসে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ তোলেন—সাইফুজ্জামান আওয়ামী লীগের দোসর ও ফ্যাসিবাদ সমর্থক; এমন ব্যক্তির মঞ্চের সামনে বসার অধিকার নেই। একপর্যায়ে বাকবিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয় এবং সে সময় একটি ছেলে সাইফুজ্জামানের মাথার পিছন দিকে আঘাত করে।

ঘটনাস্থলে উপস্থিত এনসিপি নেতাকর্মীরা দ্রুত তাকে নিরাপদে একটি কক্ষে নিয়ে যান এবং পরে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন উত্তেজিত তরুণ চেয়ার ছুড়ে মারছেন এবং একে অপরের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হচ্ছেন। উপস্থিত নেতারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পুরো সভাস্থল অচিরেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এ বিষয়ে জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি ও নড়াইল জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী লে. কর্নেল (অব.) এম শাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন, “এটি নিছক ভুল বোঝাবুঝির ফল। দলীয়ভাবে আমরা ঘটনাটি তদন্ত করছি। এনসিপি একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন—এমন আচরণ কখনোই বরদাস্ত করা হবে না।”

আহত চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান বলেন, “আমাকে হেনস্তা করার জন্যই ঘটনাটি ঘটানো হয়। তবে যারা ঘটনার সঙ্গে জড়িত, তারা পরবর্তীতে আমার কাছে ক্ষমা চেয়েছে।”

ঘটনাটিকে কেন্দ্র করে নড়াইলের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে সরব আলোচনা এখন তুঙ্গে।

(আরএম/এসপি/নভেম্বর ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test