E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপাসিয়ার রবি সাধুর শ্রাদ্ধ সম্পন্ন 

২০২৫ নভেম্বর ০২ ১৭:৫৮:৩২
কাপাসিয়ার রবি সাধুর শ্রাদ্ধ সম্পন্ন 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের ধানদিযা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও ঘৃঘাট অষ্টমী স্নানের সভাপতি সাধু গুরু রবীন্দ্র চন্দ্র দাস এর শ্রাদ্ধ অনুষ্ঠান আজ রবিবার তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পুরোহিত এ শ্রাদ্ধনুষ্ঠান সমপ্ন করেন।

সাধুর তিন ছেলে ১৬ দিনের পর শ্রাদ্ধনুষ্টনের আয়োজন করেছেন। শ্রাদ্ধনুষ্টনে তার তিন ছেলে চার মেয়ে, স্ত্রী ও আত্মীয় স্বজনরা সহযোগিতা করেন।

অনুষ্ঠানে এলাকায় সাধু গুরু, সন্যাসী, তার ভক্ত, ও এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,
এলাকাবাসী সহ হাজারের ও অধিক মানুষ দুপুরে অহারাদি সমপ্ন করেন। এর আগে আগত ভক্তরা সাধুর
আত্মার সৎগতি কামনা করে সাধুগুরুর চরণে শ্রদ্ধা নিবেন, গীতা পাঠ করেন এবং প্রার্থনা করেন।

(এসকেডি/এসপি/নভেম্বর ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test