E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সুন্দরবন থেকে ৭ হরিণ শিকারী আটক

২০২৫ নভেম্বর ০২ ১৮:১৮:৪২
সুন্দরবন থেকে ৭ হরিণ শিকারী আটক

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকায় হরিণ শিকারের প্রস্তুতিকালে সাত জন শিকারীকে আটক হয়েছেন। 

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শরণখোলা স্মার্ট টিম-১ এর সদস্যরা অভিযান চালিয়ে সুন্দরবনের হোন্দল এলাকায় তাদেরকে আটক করেন। এসময় ঘটনাস্থল থেকে বন বিভাগের পতাকাসহ দুটি ট্রলার, ১০০টি হরিণ শিকারের হাটা ফাঁদ, একটি মই জাল, একটি করাত, ২০টি কন্টেইনার, দুটি ড্রাম, একটি নোঙর, তিনটি ত্রিপল, দুটি পাতিল ও দুটি ককসিট জব্দ করা হয়েছে।

আটক শিকারীরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার শগুনা গ্রামের তারাপদ পালের ছেলে মনোজ পাল (৪২), বাইনতলা গ্রামের আ. হামিদের ছেলে মুজিবুর রহমান (৫৬), চাঁনপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মুনাফ আলী মোল্লা (২২), একই গ্রামের খাদেম শেখের ছেলে মোজাম্মেল শেখ (৫২), বারইপাড়া গ্রামের কানা বাবুর ছেলে খান তামিম (২০), সত্তার মল্লিকের ছেলে ওহিদ মল্লিক (৩৬) ও মোংলা উপজেলার জয়মনি গ্রামের সুন্দর আলীর ছেলে আলী হোসেন (৪৫)।

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এতথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সানতন ধর্মের রাস পূজা উপলক্ষ্যে পূণ্যার্থীর ছদ্মবেশে শিকারী চক্র বনে প্রবেশ করেন। তারা গভীর রাতে কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দলের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় গোপন সংবাদ পেয়ে স্মার্ট টিমের টিম লিডার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে সাত শিকারীকে আটক করতে সক্ষম হন। আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে রবিবার (২নভেম্বর) দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test