শ্যামনগরের জেলেখালির বিষ্টু পরমান্যের ছেলে ও পুত্রবধু আবারো জহির বাহিনীর হাতে লাঞ্ছিত
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : রান্না ঘর ও গোয়ালঘর ভেঙে জোরপূর্বক রাস্তা বানাতে না দেওয়ায় কয়েক দফায় হামলার পর ররিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালির তাপস পরমান্য ও তার স্ত্রী বিভা পরমান্যের উপর বাদঘাটা নামকস্থানে আবারো হামলা চালিয়েছে বংশীপুরের নৌপুলিশ বাহিনীর সিপাহী জহির গাজীর স্বজনরা। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।
জেলেখালি গ্রামের বিষ্টু পরমান্যের পারিবারিক সূত্রে জানা গেছে, ছেলের উপবৃত্তির টাকা তোলার জন্য রবিবার সকাল ১১টার দিকে শ্যামনগর সদরে যান বিষ্টু পরমান্যের ছোট ছেলে তাপস পরমান্য তার স্ত্রী বিভা পরমান্য। দুপুর ১২টার দিকে তারা বাধঘাটায় একটি দোকনের সামনে অবস্থানকালে বংশীপুরের জহির গাজীর ভাই জসিম গাজী ও তাদের দুই ছেলেসহ ৪/৫ জন গত বুধবার ও বৃহষ্পতিবার কেন জমিতে যাওয়ার জন্য রাস্তা নির্মানে বাধা দিলো ও কেন বচসা করলে তা জানতে চায়। কথা কাটাকাটির একপর্যায়ে তাপস ও বিভাকে এলোপাতাড়ি কিল, চড় ও ঘুষি মারে ওই চক্রের সদস্যরা। বিষয়টি নিয়ে সাংবাদিক ও পুলিশকে জানাজানি করলে তাদের বাংলাদেশে বসবাস করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। খবর পেয়ে শ্যামনগর থানার উপপরিদর্শক সুদেব পাল তাদেরকে উদ্ধার করে জেলেখালিতে রেখে যান।
প্রসঙ্গত, বিষ্টু পরমান্যের চার ছেলের রান্নাঘর ও কাঠঘর ভেঙে বংশীপুরের নৌবাহিনীর সদস্য জহির গাজী তার জমিতে যাওয়ার জন্য গত ৭ ও ৮ অক্টোবর তাদের (বিষ্টু) ঘেরা ও বেড়া ভেঙে ফেললে তারা বাধা দেন। জহির গাজীর স্ত্রী রুবিনা, ভাই জসিম ও তার ছেলেদের হামলায় তাদের বাড়ির তিন গৃহবধু আহত হন। এ ঘটনায় থানায় বসাবসির একপর্যায়ে সাংবাদিক ও বিএনপি নেতা সামিউল আযম মনির ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর মোল্লা তাদেরকে বলেন যে, আগামি ফেব্রুয়ারি মাসে রান্না ঘর ও কাঠ ঘরের কিছু অংশ ভেঙে নিতে হবে। সে জন্য জহির গাজী তাদেরকে আড়াই লাখ টাকা দেবেন। আর ওই হামলার জন্য কোন মামলা করা যাবে না। এরপর থেকে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করছিলেন।
কিন্তু ২৯ অক্টোবর বুধবার বিকেলে জহির গাজীর স্ত্রী, জহির গাজীর ভাই জসিম গাজী, জসিমের স্ত্রী ও তাদের তিন সন্তান তাদের জমির গাছ গাছালি, ঘেরা ও বেড়া কেটে ফেলে । বাধা দেওয়ায় কাজললতা পরমান্য ও মেয়ে সুমিত্রা মণ্ডলকে পিটিয়ে জখম করা হয়। তাদেরকে নিয়ে থানায় যাওয়ার সময় বংশীপুর এলাকায় জহির গাজীর লোকজন বাধা দেয়। তাদেরকে থানা থেকে হাসপাতালে না পাঠিয়ে বাড়িতে পাঠানো হয়। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জমিতে প্রাচীর দেওয়া হয়েছে কেন তা জানতে চেয়ে ধর্মদাস পরামান্য ও তার সঙ্গে থাকা লোকজনদের থানায় আটক রাখার হুমকি দেন। ধর্মদাস থানায় অভিযোগ না দিয়ে বাড়িতে চলে আসেন।
৩০ অক্টোবর বৃহষ্পতিবার সকালে রুবিনা খাতুন, জসীম গাজী, তার স্ত্রী ও তিন সন্তান তাদের সীমানা প্রাচীর ভাংচুর করে গাছ কাছালি কেটে দেয়। বাধা দেওয়ার তাদের পরিবারের বাসন্তী পরমান্য, অনিতা পরমান্য, বিভা পরমান্য, কাজললতা পরমান্য ও সুমিত্রা মণ্ডলকে পিটিয়ে জখম করা হয়। সশস্ত্র হামলাকারিদের ভয়ে তাদেরকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি স্থানীয় বিশিষ্টজনদের অবহিত করা হয়।
জানানো হয় সাংবাদিক সামিউল মনিরকে। এরপর থেকে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। বিষয়টি ঈশ্বরীপুরের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতাকে জানালে তিনি সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাস দেন। গতকাল শনিবার দুপুরে সাদেম চেয়ারম্যান তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি যাতে সাংবাদিকরা আর না লেখালেখি করে সেজন্য তাদেরকে সতর্ক করা হয়। রবিবারের হামলার পর তাপস আরো সাদেম চেয়ারম্যানকে আশ্বস্ত করেন।
এ ব্যাপারে শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার হুমায়ুন কবীরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নাম প্রকাশে এক উপপরিদর্শক রবিবার দুপুরে তাপস পরমান্য ও তার স্ত্রী বিভা পরমান্য জহিরের লাকজনদের হাতে লাঞ্চিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তাদেরকে জেলেখালির বাড়ির পাশে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়।
প্রসঙ্গত, ২০০৪ সালে একই গ্রামের সুশীল মণ্ডলের কাছ থেকে ৩২ শতক জমি কিনে বিষ্টু পরমান্য সেখানে নিজের ও চার সন্তানের বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর ও কাঠঘর বানিয়ে, গাছ গাছালি লাগিয়ে শান্তিপূর্ণ ভোগদখলে ছিলেন। ২০১১ সালে তাদের বাড়ির পূর্ব পাশের বিলে বংশীপুরের জহুরুল গাজীর ছেলে জহির গাজী রাস্তাঘাট বিহীন কম দামে আট শতক জমি কেনেন। তিনি নৌবাহিনীর খুলনা শাখায় সিপাহী হিসেবে কাজ করার সুবাদে গত বছরের ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তাদের জমি জবরদখল করে রাস্তা বানিয়ে নিজের জমিতে যাওয়ার পরিকল্পনা করেন। এরপর বিষ্টু পরমান্যের বাড়িতে দফায় দফায় হামলা, ভাংচুর চালানো হয়।
(আরকে/এএস/নভেম্বর ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘তরুণদের প্রথম ভোট শহীদ জিয়ার ধানের শীষের পক্ষে হোক’
- ঈশ্বরদীতে ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ
- মুক্তিবাহিনীর নৌ-কমান্ডোদের পাতা মাইনে একটি তেলবাহী জাহাজ নিমজ্জিত হয়
- দিনাজপুরে গুড়িয়ে দেওয়া হলো পাঁচ শতাধিক স্থাপনা
- শ্যামনগরের জেলেখালির বিষ্টু পরমান্যের ছেলে ও পুত্রবধু আবারো জহির বাহিনীর হাতে লাঞ্ছিত
- এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ
- ‘আমরা আর ত্রাণ চাই না, পরিত্রাণ চাই’
- অবশেষে শাপলা কলিতেই রাজি এনসিপি
- গৌরনদীতে টাইফয়েড টিকাদান কর্মসূচীর অবহিতকরণ সভা
- ট্রাকের চাকায় প্রাণ গেল কলেজ ছাত্রের
- বিএম কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন
- ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
- টাঙ্গাইলে অসময়ের বৃষ্টিতে শীতকালীন সবজি চাষে ক্ষতির শঙ্কা
- কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়
- ঝিনাইদহে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের আঞ্চলিক বিতরণ কেন্দ্রের উদ্বোধন
- সুন্দরবনের দুবলার চরে ঐতিহাসিক রাস উৎসব
- রাজবাড়ীর সাবেক ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি প্রদান
- সুন্দরবন থেকে ৭ হরিণ শিকারী আটক
- বাগেরহাটে বজ্রপাতে মৎস্য খামারির মৃত্যু
- রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, নিহত ১
- চাটমোহরে অবৈধ সোঁতিবাধ অপসারণ
- ঈশ্বরদীতে ২০১ আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা, নেসকোর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ
- কাপাসিয়ার রবি সাধুর শ্রাদ্ধ সম্পন্ন
- ফুসফুস ক্যান্সারের চিকিৎসায় হোমিওপ্যাথি
- কার্তিকের বৃষ্টিতে ডুবে গেছে আমন ধান, দিশেহারা কৃষক
- ‘শিল্পের প্রতি টান থেকেই কলকাতায় যাওয়া’
- ঋণের শর্ত যাচাইয়ে আইএমএফ মিশনের বৈঠক শুরু আজ
- চুয়াডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
- আলবার্টার স্বাধীনতার দাবি কানাডিয়ান ফেডারেলিজমের মূল পরীক্ষা- জনমত কোথায়?
- ‘দর্শক মনে রেখেছেন, এটাই বড় প্রাপ্তি’
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫
- ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্ট, পাথরঘাটায় সংবাদ সম্মেলন
- র্যাংকিংয়েও আফগানিস্তানকে টপকে গেল বাংলাদেশ
- পাকিস্তানের মাটিতে শেখ মুজিবের ‘জয় বাংলা’ ধ্বনি টিকবে না
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- ফোবানার নতুন সভাপতি বেলাল, নির্বাহী সচিব রউফ
- ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মাদ্রিদে
- ‘বাংলাদেশের জার্সি আর গায়ে দেওয়া হলো না’
- ‘যতদিন জীবিত থাকবো সাধারণ মানুষের ওপর অত্যাচার হতে দিবো না’
- নিমে নিরাময় হয় যে সব রোগের
- আষাঢ়
- বাড়লো সোনার দাম ভরি ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা
- ‘ভারত নোংরা খেলা খেলতে পারে, দ্বিমুখী যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান’
- মেক্সিকোতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪
- আজ জালালপুর গণহত্যা দিবস
-1.gif)







