E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা

২০২৫ নভেম্বর ০৩ ১৮:৫৪:৪৬
ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : টেকসই মাইক্রো এন্টারপ্রাইজ এবং রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন স্মার্ট প্রকল্পের আওতায় আরইসিপি অনুশীলনের মাধ্যমে চামড়াজাত পণ্য উৎপাদন উপ-ক্ষেত্রে স্থিতিশীল বিকাশের প্রসার উপ-প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এর আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।

পপির স্মার্ট প্রকল্প ব্যবস্থাপক মো. বাবুল হোসেন এর সঞ্চালনায় ও সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, ভৈরব নদী ফায়ার স্টেশন অফিসার আজিজুল হক রাজন, উপজেলা সমাজসেবা অফিসার রিফ্ফাত জাহান ত্রপা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা সমবায় অফিসার রুবাইয়া বেগম প্রমুখ।

এ ছাড়াও বক্তব্য রাখেন, ফুটওয়্যার ইন্ডাস্ট্রিয়াল এসোসিয়েশন এর সভাপতি বাহারুল আলম বাচ্চু, ভৈরব পাদুকা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. আল আমিন ও সাধারণ সম্পাদক মো. আলামিন মিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পপির স্মার্ট প্রকল্প ব্যবস্থাপক বাবুল হোসেন। তিনি জানান, পাদুকা শিল্পের মান উন্নয়নের লক্ষে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলায় টেকসই মাইক্রো এন্টারপ্রাইজ এবং রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন স্মার্ট প্রকল্পের আওতায় আরইসিপি অনুশীলনের মাধ্যমে চামড়াজাত পণ্য উৎপাদন উপ-ক্ষেত্রে স্থিতিশীল বিকাশের প্রসার উপ-প্রকল্পটি চুক্তিবদ্ধ হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রকল্প এলাকার ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তি নির্ভর।

তিনি আরো বলেন, শীর্ষক উপ-প্রকল্পটি পাদুকা শিল্পের মানোন্নয়নের লক্ষে কিশোরগঞ্জ জেলার ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলায় বাস্তবায়নের জন্য চুক্তিদ্ধ হয়েছে। উক্ত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রকল্প এলাকার ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তিনির্ভর ও পরিবেশসম্মত এবং সম্পদের কার্যকরী ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন উৎপাদন করার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগসমূহে সবুজ প্রবৃদ্ধি সঞ্চার করার লক্ষে স্মার্ট প্রকল্পটি গৃহীত হয়েছে। ৩ বছর মেয়াদী এই প্রকল্পটি পাদুকা খাতের অন্তর্ভুক্ত ১৭০০টি ক্ষুদ্র উদ্যোগে আরইসিপি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরিবেশগত টেকসই অক্ষুন্ন রেখে ক্ষুদ্র উদ্যোগগুলোর সম্পদ সাশ্রয় ও উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নিশ্চিতে অঙ্গীকারব্ধ।

পরিচিতি ও মতবিনিময় ব্যবসায়ীদের দাবী, ভৈরবে একটি কমন ফেসিলেটি সেন্টার বানানো। তাহলেই দক্ষ কারিগর তৈরী সম্ভব হবে। এছাড়াও পাদুকা শিল্পের বর্জ্যকে সম্পদের রূপান্তর করতে পারলে অর্থনীতিতে এগিয়ে যাবে। পাদুকা ব্যবসার সুবিধার্থে পাদুকা শিল্পকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। সেই সাথে প্রতিষ্ঠান গুলোকে আগুন থেকে রক্ষা করতে পানির জন্য রিজার্ভ ট্যাঙ্কি নির্মাণ করতে হবে। ভৈরব বাজারকে আগুন থেকে রক্ষা করতে রাস্তার নিচে পানি ট্যাংক নির্মানের ব্যবস্থার দাবী জানান বক্তারা।

এসময় অতিথিবৃন্দ বলেন, ভৈরবের পাদুকা একটি সম্ভবনাময় শিল্প। এ শিল্পকে রক্ষা করতে পাদুকার সাথে জড়িত সকল সেক্টরকে এক হয়ে কাজ করতে হবে। পাদুকা শিল্পের শুরু থেকে পপি ভৈরবের পাদুকা ব্যবসায়ীদের ব্যাপক সুবিধা দিয়ে যাচ্ছে। পাদুকা শিল্পকে স্মার্ট ভাবে গড়ে তুলতে পপি সংস্থাটি বদ্ধ পরিকর।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, ইতি মধ্যে ভৈরবের পাদুকা নিয়ে প্রধান উপদেষ্ঠার সচিব মহোদয়ের সাথে আলোচনা হয়েছে। ভৈরবের পাদুকার সম্ভাবনা নিয়ে একটি রিপোর্ট প্রধান উপদেষ্টার সচিব বরাবর পাঠানো হয়েছে। ভৈরব পৌরসভা ও পপির সমন্বয়ে ভৈরবে একটি পাদুকা তৈরীর প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করা হবে। শুধু প্রশিক্ষণই নয় পাশাপাশি তাদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এ সময় পাদুকা ব্যবসায়ীদের পরনির্ভরশীলতা এড়িয়ে চলতে বলেন তিনি। নিজের পণ্যের মান উন্নয়নে মনোযোগী হয়ে পাদুকা দেশ ছাড়িয়ে বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জনে চেষ্টা করতে হবে। এতে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠান সহযোগিতা করে যাবে।

(এস/এসপি/নভেম্বর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test