E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা

২০২৫ নভেম্বর ০৫ ১৪:২৩:৪১
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা

যশোর প্রতিনিধি : উপ-পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তত্ত্বাবধায়কের কার্যালয়ে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী নেতা মোশারেফ হোসেন মুসার নেতৃত্বে এই শুভেচ্ছা জানানো হয়।

এ সময় পদোন্নতিপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াতকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় এবং কর্মচারীরা তাঁদের আনন্দ প্রকাশ করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আ ন ম বজলুর রশীদ টুলু।

মোশারেফ হোসেন মুসা-র নেতৃত্বে শুভেচ্ছা জানাতে আসা কর্মচারীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শামসুর রহমান, আব্দুল মান্নান লিটন, নীলা ইসলাম, ইমরান হোসেন টপি, কৃষ্ণ দাস, মাবিয়া খাতুন, আঞ্জু বেগম, ইমন হোসেন, মনিরসহ অর্ধশতাধিক কর্মচারী। কর্মচারীরা নতুন পদে তাঁর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
এসময় উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।

(এসএমএ/এএস/নভেম্বর ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test