E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন

২০২৫ নভেম্বর ০৭ ১৮:৫৬:১১
পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলা শহরের পূর্ব প্রান্তের তালমা নদীর পাড়ে অবস্থিত শ্মশান মাঠে আয়োজিত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ম্যাচে ২-১ গোলে টুনিরহাট ফুটবল একাদশকে পরাজিত করে স্বপ্ন-সৌখিন ইউনাইটেড বোদা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। 

ম্যাচের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ হাসান প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল প্রধান। মধ্যমাঠ পরিচালনা করেন রাশেদুজ্জামান রাশেদ। সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মনোয়ার হোসেন ও তারেক হাসান।

৩২টি দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টটির উদ্বোধন হয়েছিল গত ৩০ আগস্ট। উদ্বোধন করেছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল।টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও আহ্বায়ক ক্রীড়া সংগঠক মোহাম্মদ সোহেল।

(আরএআর/এসপি/নভেম্বর ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test