E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে ১৪০ প্রাথমিক বিদ্যালয়ে চলছে কর্মবিরতি 

২০২৫ নভেম্বর ০৯ ১৮:৫১:২৬
ঈশ্বরগঞ্জে ১৪০ প্রাথমিক বিদ্যালয়ে চলছে কর্মবিরতি 

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ১০ম গ্রেড বাস্তবায়ন ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ঈশ্বরগঞ্জের ১৪০টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতির কারনে পাঠদান বন্ধ রয়েছে। রবিবার সরেজমিনে স্কুলে গিয়ে দেখা যায় উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে কোন পাঠদান কার্যক্রম চলছে না। শিক্ষকরা অফিস কক্ষে বসে সময় পার করছেন। পাঠদান বন্ধ থাকায় অভিভাবকরা রয়েছেন চরম উদ্বেগ উৎকন্ঠায়। 

বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি (এস ১২০৬৮) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপিত মো. আল আমিন জানান, সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতনসহ তিনদফা দাবীতে শিক্ষকরা শনিবার বিকেল ৪টায় কলম বিরতি কর্মসূচী পালনের জন্য মিছিল নিয়ে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে গেলে পুলিশ বাঁধার সৃষ্টি করে। এসময় পুলিশ শিক্ষকদের উপর কাঁদনে গ্যাস টিয়ার শেল সাউন্ড গ্রেনেড জলকামান দিয়ে গরম পানি ছুঁড়ে ও বেধড়ক লাঠি চার্জ করে প্রায় দেড়শতাধিক শিক্ষককে আহত করে।

তিনি বলেন, পুলিশ বিনা উস্ককানিতে হামলা চালিয়ে রাবার বুলেট ছুঁড়ায় দাবী আদায় পরিষদের যুগ্ম-সমন্বয়ক খায়রুন নাহার লিপি গুলিবিদ্ধ হন। এসময় আন্দোলনকারী দেড়শতাধিক শিক্ষক আহত হন। পরে পুলিশ প্রাধান সমন্বয়ক মাহবুবুর রহমানকে প্রেফতার করে। আহতদের মাঝে আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলার চারজন সহকারী শিক্ষক রয়েছেন। তারা হলেন মো. আল আমীন, সাইদুল ইসলাম, উমর ফারুক ও জাহাঙ্গীর আলম।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা আনোয়ারুল হক খোকা জানান, ১০ম গ্রেড বাস্তবায়ন ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারাদেশে ৬৫ হাজার ৫৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় নির্দেশনায় কর্মবিরতি চলছে। তারই অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলার ১৪০টি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। শিক্ষকদের উপর নগ্ন হামলার বিচার ও ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

ঈশ্বরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী তাইবা আক্তার জানান, সামনে আমাদের বার্ষিক ও বৃত্তি পরীক্ষা। এসময় স্কুলে কর্মবিরতি চললে লোখাপড়ায় আমরা ক্ষতিগ্রস্থ হব। অবিলম্বে শিক্ষকদের দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানাই।

ঈশ্বরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক হাওয়া আক্তার জানান, শিক্ষাবর্ষের শেষপ্রান্তে এসে কর্মবিরতি পালন করায় শিক্ষার্থীদের লেখাপড়ার চরম ক্ষতি হচ্ছে।

(এন/এসপি/নভেম্বর ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test