E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরা- ২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর গণসংযোগ

২০২৫ নভেম্বর ০৯ ১৯:৪১:০৯
সাতক্ষীরা- ২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর গণসংযোগ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা- ২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের ও ধানের শীষ প্রতীকের পৃথক লিফলেট বিতরণ করে নির্বাচনী গণসংযোগ করেছেন।

আজ রবিবার সকালে সাতক্ষীরা শহরের হাটের মোড় হতে শুরু করে শহরের বিভিন্ন স্থানে পথচারী, ব্যবসায়ীসহ সকল শ্রেণীর পেশার মানুষের সাথে এ গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রুপরেখার লিফলেট ও ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে সকলের কাছে দোয়া চেয়েছেন এবং আগামী সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমদ মানিক প্রমুখ।

(আরকে/এসপি/নভেম্বর ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test