E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গৌরীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪০টি রামদাসহ গ্রেপ্তার ৪

২০২৫ নভেম্বর ১০ ১৭:৩৭:২৯
গৌরীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪০টি রামদাসহ গ্রেপ্তার ৪

গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪০টি দেশীয় অস্ত্র, রামদা, ছোরাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

রবিবার (০৯ নভেম্বর) গৌরীপুর পৌর শহরের বাদ্যকরপাড়ায় প্রত্যাশা যুব কল্যাণ সংঘে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পূব কাউরাট গ্রামের মো. শামীম (২৯) ও মো. মামুন (২৫), পূর্ব দাপুনিয়া মহল্লার মো. হাবিব (১৯) এবং পশ্চিম কাউরাট গ্রামের আফাজ (২২)।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গৌরীপুর পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, সেনাবাহিনীর যৌথ অভিযান শেষে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(এসআই/এসপি/নভেম্বর ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test