E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনে বনদস্যু সুমন বাহিনীর হাতে এক জেলে অপহৃত

২০২৫ নভেম্বর ১০ ১৮:৫২:৩৮
সুন্দরবনে বনদস্যু সুমন বাহিনীর হাতে এক জেলে অপহৃত

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার অস্থায়ী শুঁটকি পল্লীর মাঝেরকিল্লার লইট্রাখালী খাল থেকে মুক্তিপনের দাবিতে জেলে হাফিজুল হাওলাদার (৩৫) নামে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যু সুমন বাহিনীর সদস্যরা।

আজ সোমবার ভোর রাতে সুন্দরবনের লইট্রাখালী খাল অন্যজেলের সাথে মাছ ধরার সময় জেলে হাফিজুলকে তাদের ফিশিং ট্রলার থেকে অপহরণ করে অস্ত্রধারী বনদস্যুরা। অপহৃত জেলেকে অন্য একটি ট্রলারে করে সুন্দবনের গহীনে নিয়ে হাফিজুলদের ফিশিং ট্রলারের মাঝি শাহিনকে বনদস্যুদের সাথে দুইদিনের মধ্যে যোগাযোগ করাতে দুইটি মোবাইল নম্বর দিয়ে যায়। তবে হাফিজুরের মুক্তিপণ হিসেবে একনো কোনো টাকা ধার্য্য করেনি বনদস্যুরা। অপহৃত জেলে হাফিজুল বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। চলতি বছরের ২৬ নভেম্বর থেকে দুবলার চরে শুঁটকি মৌসুম ষুরু হওয়ার পর এই প্রথম কোনো জেলে অপহরণের ঘটনা ঘটে। এঘটনায় গোটা শুঁটকি পল্লীতে জেল-মহাজনদের মাঝে দস্যু আতঙ্ক দেখা দিয়েছে। দুবলা ফিসারমেন গ্রুপ ও সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।

দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, দুবলার মাঝেরকেল্লার জেলে হাফিজুলসহ ৮জন জেলে সোমবার ভোর রাতে দুবলার চরের কাছে লইট্রাখালী খালে ফিশিং ট্রলার নিয়ে মাছ ধরতে যায়। এসময়ে বনদস্যু বনদস্যু সুমন বাহিনীর সদস্যরা একটি ট্রলারে করে এসে জেলে হাফিজুলকে বনদস্যুরা তাদের ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় বনদস্যুরা হাফিজুলের ট্রলারের মাঝি শাহিনকে বনদস্যুদের সাথে দুইদিনের মধ্যে যোগাযোগ করতে দুইটি মোবাইল নম্বর দিয়ে যায়। এখন যেকোর সময় হাফিজুরের মুক্তিপন হিসেবে টাকা চেয়ে বনদস্যুরা মোবাইল ফোন করবে। সুন্দরবনে নতুন করে বনদস্যুদের অপতৎপর বেড়ে যাওযায় দুবলার শুঁটকি পল্লীর জেলেদের মাঝে বনদস্যু আতংক বিরাজ করছে বলে জানান এই দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি।

সুন্দবনের শুটকি পল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় জানান, বনদস্যুদের হাতে অপহৃত জেলে হাফিজুল দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ি থেকে মাছ ধরার পাস নিয়ে সুন্দরবনের খালে গিয়ে বনদস্যুদের কবলে পড়েছে। বিষয়টি কোষ্টগার্ডকে জানানো হয়েছে। অচিরেই বনদস্যু দমনে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানান এই ফরেষ্ট রেঞ্জার।

(এস/এসপি/নভেম্বর ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test