E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় এইচএসসি ও সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ 

২০২৫ নভেম্বর ১১ ১৮:৪৪:৪৯
মাগুরায় এইচএসসি ও সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ 

মাগুরা প্রতিনিধি : বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হলো উচ্চ মাধ্যমিক ও অনার্স প্রথম বর্ষ নবীন বরণ ২০২৫। 

শহরের নোমানী ময়দানে অবস্থিত মাগুরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুরুতেই নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাস, সিনিয়র সাংবাদিক শরীফ তেহরান টুটুল, বিহারীলাল শিকদার সরকারি কলেজের শিক্ষক রমেশ চন্দ্র বাইন, বিজ্ঞান আন্দোলন মঞ্চের ঢাকা মহানগর শাখার সংগঠক সুস্মিতা মরিয়ম। নবীন শিক্ষার্থীদের পক্ষে থেকে বক্তব্য প্রদান করেন মোছাম্মদ মায়মুনা খাতুন।আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, "বিজ্ঞান আন্দোলন মঞ্চ শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, বিজ্ঞানমনস্কতা, সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।" অনুষ্ঠানে বিজ্ঞান আন্দোলন মঞ্চের দাবিসমূহ তুলে ধরা হয়।

(এমএফ/এসপি/নভেম্বর ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১১ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test