E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ চার নেতার আটক নিয়ে উদ্বেগ আইপিইউ-এর

২০২৫ নভেম্বর ১২ ১৫:৪৬:৫১
সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ চার নেতার আটক নিয়ে উদ্বেগ আইপিইউ-এর

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক সংসদীয় সংস্থা আন্তঃসংসদীয় ইউনিয়ন (IPU) বাংলাদেশের চারজন সাবেক সংসদ সদস্য — এর মধ্যে চট্টগ্রামের রাউজানের সাবেক সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, আসাদুজ্জামান নূর, মোশাররফ হোসেন এবং মোহাম্মদ ফারুক খান — এর অবৈধ আটক, অমানবিক কারাবাস ও ন্যায্য বিচার না পাওয়ার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

গভর্নিং কাউন্সিলের সর্বশেষ বৈঠকে গৃহীত সিদ্ধান্তে আইপিইউ বলেছে, বাংলাদেশ রাষ্ট্র যেহেতু তাঁদের গ্রেপ্তার করেছে, তাই তাঁদের জীবন ও শারীরিক নিরাপত্তা রক্ষার দায়িত্ব সরকারের। সংস্থাটি বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে যেন আটক নেতাদের মানবিক কারণে জামিনে মুক্তি, নিজস্ব চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা এবং ন্যায্য বিচার নিশ্চিত করা হয়।

আইপিইউ আরও জানিয়েছে, তারা বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠাতে চায় যাতে বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখা যায়। পাশাপাশি ২০২৬ সালের নির্বাচন যেন মুক্ত, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়, সে জন্য সব রাজনৈতিক দলের সমান সুযোগ নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে।

বিশ্বের ১৭০টিরও বেশি দেশের সংসদ সদস্যদের প্রতিনিধিত্বকারী এই সংস্থা বলেছে, “গণতন্ত্রের মূল উপাদান হলো মুক্ত ও সুষ্ঠু নির্বাচন এবং ন্যায়বিচার।” এ সিদ্ধান্তকে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

(জেজে/এএস/নভেম্বর ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১২ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test