E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে মানববন্ধন করতে এসে হামলার শিকার এনসিপি নেতা কর্মীরা

২০২৫ নভেম্বর ১২ ১৯:২১:১২
ঈশ্বরগঞ্জে মানববন্ধন করতে এসে হামলার শিকার এনসিপি নেতা কর্মীরা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম, অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন করতে এসে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈশ্বরগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা সংগঠক ও সদস্য মোজাম্মেল হক সহ কয়েকজন। 

আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ হামলার ঘটনাটি ঘটে। হামলাকারীরা পিটিয়ে এনসিপি সমন্বয়কারী মোজাম্মেল হকের হাত ভেঙ্গে ফেলে। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ হামলায় এনসিপির সমন্বয় কমিটির উপজেলা সদস্য প্রভাষক মাসুম বিল্লাহ এর সাথে দস্তাদস্তি হয় ও ছাত্র শিবিরের শিহাব উদ্দিন ও আব্দুর রঊফ আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র নেতা হাসানুর রহমান সজিব ও মোহাইমিনুল ইসলাম শিহাব জানান, হামলাকারীদের গ্রেফতার করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দালাল মুক্ত হাসপাতাল চাই।

খবর পেয়ে সাথে সাথেই উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ও থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান হাসপাতালে ছুটে যান। তারা এ ঘটনা সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেনের অফিসে বসে সিসি টিভি ও হামলার সময়ে মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন জানান, হামলার সময় আমি অফিস সহকর্মীদের নিয়ে টাইফয়েড টিকা (টিসিভি) কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম। বাহিরে হামলার বিষয়ে আমি অবগত নই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনজনকে সনাক্ত করা হয়েছে। বাকীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় রবিউল ইসলাম রবি (৫০) নামের একজন হামলাকারীকে আটক করা হয়ে। লিখিত অভিযোগ ও ভিডিও পর্যালোচনা করে বাকীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এন/এসপি/নভেম্বর ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১২ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test