গোপালগঞ্জে গণপূর্ত অফিস ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
গোপালগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগ ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে গণপূর্ত অফিস ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে দুর্বৃত্তদের নিক্ষেপ করা হাতে তৈরী পেট্রোল বোমার আগুন লেগে গণপূর্ত অফিসের একটি পিক-আপভ্যানের ভিতর-বাইরের কিছু অংশ পুড়ে গেছে। জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা।
ভোর সাড়ে ৪টার দিকে গণপূর্ত অফিস ভবনের দেওয়াল, ফুলের বাগান ও একটি পিক-আপ ভানে অন্তত ১০টি পেট্রোল বোমা নিক্ষেপ করে র্দুবৃত্তরা। এরমধ্যে ৯টি বিস্ফোরিত হয়েছে। ১টি অবিস্ফোরিত অবস্থায় ছিল ।এতে এলাকা জুড়ে সৃষ্টি হয় আতঙ্ক।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ শাহ আলম জানান,, ভোর সাড়ে ৪টার দিকে শহরের এসএম মডেল সরকারি স্কুল রোডের গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেওয়াল ও একটি পিক-আপ ভ্যানে অন্তত ১০টি পেট্রোল বোমা নিক্ষেপ করে র্দুবৃত্তরা। এতে পিক-আপ ভ্যানে আগুন ধরে যায়। অফিসের গার্ড টের পেয়ে আশপাশের লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটানাস্থলে ফায়ার সার্ভিস আসে বলে জানান ওই কর্মকর্তা। কিন্তু ততক্ষণে আগুন নিভে যায়। গাড়ির একটি জানালর গ্লাস ভাঙ্গা পাওয়া গেছে। এছাড়া পেছনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির ভেতরের সিট পুড়ে গেছে। সকাল ১০ টার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। সেখান থেকে ১টি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে ।
গণপূর্ত অফিসের কর্মচারী নাসির উদ্দিন জানান, “রাত সাড়ে চারটার দিকে নৈশ প্রহরীর চিৎকারে ঘুম ভাঙে। বাসা থেকে বের হয়ে দেখি ভবনের সামনে রাখা পিকআপে আগুন জ্বলছে। গাড়ির চারপাশে ও সড়কজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”
তিনি আরও জানান, দুর্বৃত্তরা পেপসির বোতলে ভরা পেট্রোল ছুঁড়ে মেরেছে। একটি বোতল অক্ষত অবস্থায় পাওয়া গেছে, যার ভিতরে এখনো পেট্রোল রয়েছে। আশেপাশে ভাঙা কাঁচ ও জ্বালানির গন্ধ পাওয়া গেছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, রাত সাড়ে চারটার দিকে খবর পাই গণপূর্ত ভবনের সামনে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমরা গিয়ে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এছাড়া সড়কে গাছ ফেলে অবরোধ তৈরি করা হয়েছিল, যা আমরা তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলেছি।
এ ছাড়াও গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গ্রামীণ ব্যাংক উলপুর শাখার ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে র্দুবৃত্তরা জানিয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি শাহ আলম বলেন, গভীর রাতে কালো রঙের একটি মাইক্রোবাস থেকে র্দুবৃত্তরা ৫/৬টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে ১টি বোমা বিস্ফোরিত হয় । তবে গ্রামীণ ব্যাংকের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি ।এসব বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে ।
গ্রামীণব্যাংক উলপুর শাখার ব্যবস্থাপক এসএম কামাল হোসেন বলেন, রাত ২ টা ১০ মিনিটের দিকে পেট্রোল ৫/৬টি বোমা নিক্ষেপ করা হয়। একটাও অফিসে পড়েনি। একটি বিস্ফোরিত হয়ে আগুন জ্বলে এমনিতেই নিভে যায়। এ কারণে কোন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানান ওই কর্মকর্তা ।
এ দিকে ঢাকা –খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের বিভিন্ন স্থানে সড়কের গাছ কেটে রাস্তার ওপর ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এদিন ভোর ৪ টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার সংলগ্ন মহাসড়কের পাশের গাছ কেটে সড়কে ফেলে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের অজ্ঞাত নেতা কর্মীরা অবরোধ করার চেষ্টা করে। কাশিয়ানী থানা পুলিশ, ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন।
এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জেলা জুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।রাস্তার মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ন স্থানে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছে।গোয়েন্দা নজরদারি ও বাড়ানো হয়েছে। গোপালগঞ্জ সদরের আইন শৃংখলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে ওসি মো: শাহ আলম জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে শহরের লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা যায়, পুলিশ সাঁজোয়া যান নিয়ে টহল দিচ্ছে এবং শহরের বিভিন্ন প্রবেশমুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শহরের বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা গেছে, আগের দিনের তুলনায় যাত্রী সংখ্যা অনেক কম।
গোপালগঞ্জের পুলিশ লাইন মোড়ের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও ইমাদ পরিবহনের কাউন্টার সূত্রে জানা যায়, স্বাভাবিক সময়ে প্রতি ১০ মিনিট অন্তর বাস ছাড়লেও সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র তিনটি বাস গোপালগঞ্জ থেকে ছেড়ে গেছে। দূরপাল্লার বাসও সীমিত আকারে চলাচল করছে।
(টিবি/এএস/নভেম্বর ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ঢাকায় আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার
- ‘প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন’
- খেলাপি হার ২০ শতাংশ হলেও তহবিল পরিচালনায় যোগ্য হবে ব্যাংক
- ‘গণহত্যার রায় নিয়ে শঙ্কা নেই’
- জাতীয় নির্বাচনের দিনই গণভোট
- গোপালগঞ্জে গণপূর্ত অফিস ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
- ফরিদপুরে এক্সপ্রেস ওয়ে ও মহাসড়কে আ. লীগের অবরোধ
- অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে আগুন
- যুদ্ধবিরতির পর গাজায় দেড় হাজারের বেশি ভবন ধ্বংস
- বোটানিক্যাল গার্ডেনে প্রবেশে ই-টিকিটিং চালু
- ‘প্রত্যেক শিশুর একটা না একটা প্রতিভা আছে’
- ঢাকায় ১২ দিনে ১৯ স্থানে ৩৬ ককটেল বিস্ফোরণ
- ‘আগাম পোস্টার সরিয়ে ফেলুন, না মানলে কোনো ছাড় নয়’
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর
- বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব ফিরিয়ে দিল পাকিস্তান
- ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা, সেনাবাহিনী-বিজিবি-পুলিশের অবস্থান
- ‘দেশের উন্নয়ন ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন’
- ১ম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা, বিক্রয়, ইপিএসসহ অন্যান্য সূচকে উল্লেখযোগ্য উন্নতি
- ‘দেশে উদ্দেশ্যমূলকভাবে সংকট সৃষ্টি করা হয়েছে’
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ঢাকায় ঝটিকা মিছিল-নাশকতার চেষ্টা, আ.লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- ‘গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি’
- জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায়
- নিমে নিরাময় হয় যে সব রোগের
- নড়াইলের হাটবাজারে পাকা তালের সমারোহ, তবে দাম বেশি
- কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- ‘ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’
- নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি নির্দেশনা
- হাজারো মানুষের তারুণ্যের জাগরণ ‘অনন্যা’
- উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন
- 'যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না'
- আবারো রগ কেটে হত্যার রাজনীতি শুরু হয়েছে : মোমিন মেহেদী
- ‘ভারত নোংরা খেলা খেলতে পারে, দ্বিমুখী যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান’
- রাজশাহীতে আশুরা পালনে মানতে হবে যেসব বিধিনিষেধ
- ‘সিলেটের বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী গভীরভাবে পর্যবেক্ষণ করছেন’
- মেক্সিকোতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪
- আজ জালালপুর গণহত্যা দিবস
- মামদানির জয়, প্রথম মুসলিম মেয়র পেলো নিউইয়র্ক
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- গাজীপুরে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
১৩ নভেম্বর ২০২৫
- গোপালগঞ্জে গণপূর্ত অফিস ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
- ফরিদপুরে এক্সপ্রেস ওয়ে ও মহাসড়কে আ. লীগের অবরোধ
- অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে আগুন
- ‘দেশের উন্নয়ন ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন’
-1.gif)








