E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উদযাপন

২০২৫ নভেম্বর ১৩ ১৭:৩৭:৪৮
রাজবাড়ীতে সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উদযাপন

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, কালজ্বয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সকালে তার সমাধীস্থল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে পুষ্পমাল্য অর্পন করে, বাংলা একাডেমি, জেলা প্রসাশন, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজসহ স্থানীয় বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন।

পরে জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলা একাডেমীর সচিব ড. মোঃ সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলা একাডেমীর পরিচালক সমীর কুমার সরকার। অনুষ্ঠানের স্বাগত বক্তৃতা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান।

সাহিত্যিক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে সমাহিত করা হয়।

সাহিত্যিক মীর মশাররফ হোসেন রত্নবতী, বসন্তকুমারী, জমিদার দর্পণ, গড়াই ব্রীজ বা গৌড়ী সেতু, এর উপায় কি (প্রহসন) বিসাদসিন্ধুসহ ৩৭টি গ্রন্থ্য, নাটক, কবিতা রচনা করেছেন।

(একে/এসপি/নভেম্বর ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test