E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

২০২৫ নভেম্বর ১৩ ১৮:১৯:৪২
কাপ্তাইয়ে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

রিপন মারমা, রাঙ্গামাটি : "দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙ্গামাটির কাপ্তাই গণপ্রকৌশল দিবস ২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জল ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিএসপিআই সিভিল উড ডিপার্টমেন্ট হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আইডিইবি অন্তবর্তী কালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ কবির হোসেন।

আইডিইবি কাপ্তাই (জেনিক) সভাপতি প্রকৌশলী মোঃ ইমাম ফখরউদ্দীন রাজী এর সভাপতিত্বে এবং প্রকৌশলী আব্দুল আলী'র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইডিইবি অন্তর্বর্তী কালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক (চট্টগ্রাম) প্রকৌশলী মোঃ জয়নাল আবেদীন,বিএসপিআই এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপদেষ্টা জেনিক, কাপ্তাই প্রকৌশলী রহমাতুল্লাহ। এসময় আরো বক্তব্য রাখেন, বিএসপিআই এর শিক্ষার্থী মো: বেলাল হোসেন।

এসময় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান রয়েছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। তাঁরা আরও বলেন, জাতীয় অগ্রযাত্রায় দুর্নীতি মুক্ত ও প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকাশই হবে আগামী দিনের শক্তি।

উক্ত অনুষ্ঠানে আইডিইবি এর সদস্য, গণমাধ্যম কর্মীসহ বিএসপিআই এর শিক্ষার্থী'রা উপস্থিত ছিলেন। এর আগে র‌্যালি বিএসপিআই এলাকা প্রদক্ষিণ করে সিভিল উড বিভাগে এসে শেষ হয়।

উল্লেখ্য, ১৯৭০ সালের ৮ নভেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রতিষ্ঠিত হয়।

(আরএম/এসপি/নভেম্বর ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test