E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ

২০২৫ নভেম্বর ১৩ ১৯:২৪:৪৯
আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ

গৌরীপুর প্রতিনিধি : আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, যানবাহনে অগ্নিসংযোগ এবং লকডাউনের প্রতিবাদে যুবদল ও ছাত্রদল ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে সমাবেশ করেছে। আজ বৃহস্পতিবার বিকালে পৌর শহরের উত্তরবাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে বিজয় একাত্তর চত্বরে এসে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মনোয়ার জাহান সবল, সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, হান্নান তালুকদার, শিপন মিয়া, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাহালুল মুন্সী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন, সাবেক সহসভাপিত আনোয়ার হোসেন আনু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পিপলু, মো. আব্দুল্লাহ, মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল, যুবদল নেতা আল-আমিন, রমজান হোসেন বাদল, রুবেল আহমেদ, এসএম রাসেল, মোস্তাকিম বাবু, মোস্তাকিম, জনি প্রমুখ।

(এসআই/এসপি/নভেম্বর ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test