E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় বিয়ানকে নিয়ে নিরুদ্দেশ প্রেমিক বিয়াই  

২০২৫ নভেম্বর ১৪ ১৮:৩৪:৪৮
সোনাতলায় বিয়ানকে নিয়ে নিরুদ্দেশ প্রেমিক বিয়াই  

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় প্রেমিক বিয়াই এর কান্ড অজানার উদ্দেশ্যে পারি জমিয়েছে কলেজ পড়ুয়া বিয়ানকে নিয়ে। এ ঘটনার পর বিয়ানের পরিবার অবশ্য থানার শরণাপন্ন হয়েছেন। প্রেমিক বিয়াই হলেন, উপজেলার বালুয়া ইউপি'র নগরপাড়া সাহাপাড়ার সন্তেষ চন্দ্র সাহার ছেলে শম্ভুনাথ সাহা (সাগর)। ফলে এই প্রেমিক জুটির বিয়ের বিষয় দুই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।চা স্টল থেকে শুরু করে সর্বত্রই চলছে বিয়াই বিয়ান এর রোমান্টিক প্রেমের কল্পকাহিনী। 

স্থানীয়রা জানান, গত বছর হরিখালী এলাকায় বিয়ে হয় প্রেমিক বিয়াই এর কাকাতো (চাচাতো) বোনের। বিয়ে শেষে পরের দিন বৌভাত অনুষ্ঠানে আত্মীয় এর সুবাদে পরিচয় হন প্রেমিক বিয়াই কলেজ পড়ুয়া বিয়ান পূর্ণিমা রানী সাহার সাথে। সেই পরিচয়ের সূত্র ধরে চলে প্রেম নিবেদন। একপর্যায়ে সেই প্রেম ঘন থেকে ঘনত্বের সৃষ্টি হয়। একপর্যায়ে গত ১২ই নভেম্বর বুধবার দিনের কোন এক সময় কাউকে কিছু না জানিয়ে অজানার উদ্দেশ্যে পারি জমাই এই প্রেমিক যুগল বলে জানিয়েছেন তারা।

এদিকে বিয়ান এর গ্ৰামে গিয়ে খোঁজখবর নিলে স্থানীয়রা জানান, কলেজ পড়ুয়া বিয়ান বৃষ্টি রানী সাহার বিয়ের জন্য বহুবার তার বাবা পাত্র খুজে আনলেও বিয়েতে কোনভাবেই রাজি করাতে পারেনি পরিবার। এই প্রেমিক যুগল পালিয়ে গিয়ে করেছেন বিয়ে এমন ছবি ঘুরে বেড়াচ্ছে ফেসবুক ওয়ালে বলে অনেকেই জানান এবং ছবি বের করে একে অপরকে কৌতুহল হয়ে দেখাচ্ছেন।

সোনাতলা থানার সেকেন্ড অফিসার এসআই গৌতম চক্রবর্তী জানান, এ সংক্রান্ত থানায় অভিযোগ করেছেন পরিবার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(বিএস/এসপি/নভেম্বর ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test