E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদী ইপিজেডে অক্সিজেন সংকটে ৩৫ নারী শ্রমিক অসুস্থ

২০২৫ নভেম্বর ১৫ ১৮:৩২:৩১
ঈশ্বরদী ইপিজেডে অক্সিজেন সংকটে ৩৫ নারী শ্রমিক অসুস্থ

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী ইপিজেডে হাইজিংটন চায়না চুল কোম্পানিতে অক্সিজেন সংকট হয়ে ৩৫ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে।

আজ শনিবার দুপুরের দিকে হাইজিংটন কোম্পানির চতুর্থ তলায় দীর্ঘ সময় এসি বন্ধ থাকার কারণে অক্সিজেন লেভেল অনেক নেমে যায়। এতে করে অক্সিজেনের অভাবে বেশ কিছু নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।

জানা গেছে, এরমধ্যে ৩৪ জন গুরুতর অসুস্থ হলে প্রথমে ১৫ জনকে বেপজা হাসপাতালে এবং অন্যান্যদের ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেপজা হাসপাতাল থেকে পরে ১৫ জনকেও সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে হাইজিংটন চায়না চুল কোম্পানির এডমিন রাশিদুজ্জামান সঙ্গে বলেন, এসি বন্ধ থাকার জন্য অক্সিজেন লেভেলটা নেমে গিয়েছিল। এজন্য কয়েকজন অসুস্থ হয়েছেন। তবে এদের অসুস্থ হতে দেখে আতঙ্কিত হয়ে বাকিরা অসুস্থ হয়েছেন।

ঈশ্বরদী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী এহসান বলেন, ইপিজেডের ৩৪ জন রোগী ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করি বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটবে না।

(এসকেকে/এসপি/নভেম্বর ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test