E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অভিযুক্তকে ধরে পুলিশে দিল জনতা 

পাংশায় ৮ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

২০২৫ নভেম্বর ১৫ ১৯:৪৯:৩০
পাংশায় ৮ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের শরিসা গ্রামের মোঃ কাবিলের  বিরুদ্ধে ৮ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো. বাচ্চু বিশ্বাস। 

আজ শনিবার বিকেলে শরিষা ইউনিয়নের প্রেমটিয়া বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কাবিল ইউপির শরিসা মালপাড়া গ্রামের মো. আক্কাস এর ছেলে।

সংবাদ সম্মেলনে বাচ্চু বলেন, কাবিল গত ১৪ নভেম্বর (শুক্রবার) বিকাল ৫ টার দিকে কাবিল শরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং ৮ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদার টাকা না দিলে সে আমাকে খুন- জখমের হুমকি প্রদান করে। ঘটনার পরদিন শনিবার সকালে নিজের নিরাপত্তার স্বার্থে তিনি পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত কাবিলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ সংবাদ সম্মেলনের আগ মুহূর্তে অভিযুক্ত কাবিল শরিসা বাজার বয়েজ ক্লাব এলাকায় মোটর সাইকেল নিয়ে গিলে তাকে ধরে উত্তম মাধ্যম দিয়ে বেধে রেখে পুলিশি সোপর্দ করে স্থানীয় জনতা।

এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন আহমেদ বলেন একজন অভিযুক্তকে স্থানীয়রা আটক করছে, পুলিশ পাঠিয়েছি।

এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন, সহকারী শিক্ষক আতাহার হোসেন, সহকারী শিক্ষক রফিক উদ্দিন, প্রেমটিয়া বয়েজ ক্লাবের সভাপতি বাবু কিরন কুমার সেন, সহ সভাপতি বাবু শ্যামল কুমার সিকদার, শরিষা বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও শরিষা ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বার মো. রশিদ প্রামানিক প্রমুখ।

(একে/এসপি/নভেম্বর ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test