E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

২০২৫ নভেম্বর ১৬ ০০:৩৭:৩২
চাটমোহরে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে চাটমোহর উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। 

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ও বক্তব্য দেন, বিএনপি নেতা মোতালেব প্রামানিক, সাইদুল ইসলাম, ইছাহাক আলী, ইউপি সদস্য ইয়াছিন আলী, সৈকত হোসেন, জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল, ইউল্যাব ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ প্রমুখ।

এ সময় কর্মী-সমর্থকরা জানান, মাঠের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রিয় কমিটির সভাপতি ও সুজানগর উপজেলার বাসিন্দা (বর্তমনে চাটমোহরের ভোটার) কৃষিবিদ হাসান জাফির তুহিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ দীর্ঘদিন ধরে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম এবং সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা আওয়ামী লীগের দ্বারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন।

অথচ ত্যাগি এই দুই নেতাকে বাদ দিয়ে ‘বহিরাগত’ লোককে মনোনয়ন দিয়ে আমাদের এলাকায় পাঠানো হয়েছে। এতে বিএনপির এই আসন হারাবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা।

(এসএইচএম/এএস/নভেম্বর ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test