E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মধ্যরাতে ঈশ্বরদী–ঢাকা মহাসড়কে টায়ারে আগুন, আতঙ্কে সাধারণ মানুষ

২০২৫ নভেম্বর ১৬ ১৭:৫৫:৫২
মধ্যরাতে ঈশ্বরদী–ঢাকা মহাসড়কে টায়ারে আগুন, আতঙ্কে সাধারণ মানুষ

ঈশ্বরদী প্রতিনিধি : ঢাকা–ঈশ্বরদী মহাসড়কের ঈশ্বরদী অংশে মাঝরাতে সড়কে টায়ার ফেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) রাত ১টার দিকে পৌরসভার হাড়ুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত ১টার দিকে হাড়ুখালী এলাকায় বাংলাদেশ রেশম বীজাগারের প্রধান ফটকের অদূরে সড়কের ওপর হঠাৎ টায়ারে আগুন জ্বলে ওঠে। আগুনের কারণে অরণকোলা মোড় ও বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের গেটের সামনে উভয় দিকেই যানবাহন আটকে যায়। আচমকা মহাসড়কে আগুন দেখে পথচারী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থানা থেকে এসআই ওবায়দুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর ব্যবস্থা এবং যান চলাচল স্বাভাবিক করতে সহযোগিতা করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) মশিউর রহমান মণ্ডল জানান, “প্রতিটি থানায় নিয়মিত পুলিশি টহল অব্যাহত রয়েছে। দুর্বৃত্তরা কোনোভাবেই নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না।”

(এসকেকে/এসপি/নভেম্বর ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test