E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নিহত ১

২০২৫ নভেম্বর ১৭ ০০:৫৩:২০
কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নিহত ১

রিপন মারমা, কাপ্তাই : রাঙামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কে  বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধা  মহিলা নিহত হয়েছেন। এছাড়া হাতির আক্রমনে আরোও একজন মহিলা যাত্রী গুরুতর আহত হয়েছেন। এছাড়া হাতির আক্রমনে ২ টি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত মহিলার নাম ঝর্ণা চাকমা, তাঁর বয়স ৭০। তিনি রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়ন এর চেয়ারম্যান পাড়ার মিলন কার্বারী সহধর্মিণী বলে আজ রাত ৮ টায় নিশ্চিত করেছেন জীবতলী মৌজার হেডম্যান হিটলার দেওয়ান।

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন এবং কাপ্তাই নতুনবাজার সিএনজি চালক সমিতির সভাপতি আবু বক্কর ও ড্রাইভার মো: জামাল বলেন, আজ রবিবার সন্ধ্যা ৭ টার দিকে আসামবস্তী - কাপ্তাই সড়কের আগরবাগান এক কি: মি: এলাকায় -রাঙামাটি হতে কাপ্তাইয়ে আসার পথে একটি অটোরিকশা বন্যহাতির সামনে পড়ে। এসময় অটোরিকশায় থাকা দুইজন মহিলা যাত্রীকে বন্য হাতিটি গুরুতর আঘাত করে। আহতদেরকে ঐ পথে চলাচলকারী সিএনজি চালক এবং যাত্রীরা উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হলে পথেমধ্যে একজন মারা যান। অপরজন এখনো মুমূর্ষু অবস্থা চিকিৎসাধীন আছেন। এসময় সিএনজি চালক দৌড়ে প্রাণে রক্ষা পায়। এদিকে এই ঘটনার ১০ মিনিট পর কাপ্তাই প্রজেক্ট এলাকার সিএনজি চালক দুলালের অটোরিকশা হাতির আক্রমনে পড়ে। এসময় তিনি দৌড়ে প্রাণে রক্ষা পেলেও তাঁর অটোরিকশাটি হাতি খাদে ফেলে দেয়।

এসময় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কে খবর দিলে তাঁরা দ্রুত ঘটনাস্থলে এসে রশি দিয়ে খাদ হতে অটোরিকশা টি উদ্ধার করে। ঘটনাস্থলে কাপ্তাই বন বিভাগ ও ইআরটি সদস্যরা সহযোগিতা করে। ফায়ার সার্ভিস স্টেশন সিনিয়র অফিসার শাহাদাত হোসেন জানান,আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি খাদ হতে বন বিভাগ ও ইআরটি সদস্যদের সহযোগিতায় উদ্বার করি।

(আরএম/এএস/নভেম্বর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test